সর্বশেষ
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত
কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাব: শবনম ফারিয়া
পাকিস্তানের তিন মসজিদে ভারতের হামলা, রেহাই পায়নি শিশুও
উত্তেজনার জেরে বন্ধ হতে পারে আইপিএল!
হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ও আহতের সংখ্যা জানালো পাকিস্তান
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, ১৮ বছরেই আবেদন
যে ভুলের কারণে আপনার ফ্রিজে ঘটতে পারে বিস্ফোরণ
দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে নিজের যে মারাত্মক ক্ষতি করছেন
এই রোদ, এই বৃষ্টির দিনে শাড়ির সাজে স্নিগ্ধতা ছড়ালেন ভাবনা
রোদ না থাকলেও কি সানস্ক্রিন লাগাতে হবে
মেট গালা–২০২৫: সাদা–কালোর ভিড়ে চোখ জুড়ালেন গোলাপি শাকিরা
স্ট্রাকচারড ওয়াটার: শুধু পানি নয়, চাই এর চেয়ে আরো একটু বেশি কিছু
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলছেন ট্রাম্প
ভারতের হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান

উল্লাপাড়ায় বিএনপির ৭ নেতার পদ স্থগিত, ৩ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিএনপির সাত নেতাকর্মীর দলীয় পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠনগুলোর তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দলীয় পদ থেকে স্থগিতরা হলেন, উল্লাহপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. মুকুল হোসেন, পঞ্চকোষী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখওয়াত হোসেন সাবু ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজুানুর রহমান বাবু।

যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালাল।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের সঙ্গে কথা বললে তিনি সদস্যপদ স্থগিতের বিষয়টি সত্য বলে জানান। তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি তিনি। সদস্য পদ স্থগিত হওয়া অপর নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ