সর্বশেষ
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির
কোরবানি ঈদে লম্বা ছুটির সুখবর দিয়ে প্রজ্ঞাপন
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত
কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাব: শবনম ফারিয়া
পাকিস্তানের তিন মসজিদে ভারতের হামলা, রেহাই পায়নি শিশুও
উত্তেজনার জেরে বন্ধ হতে পারে আইপিএল!
হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ও আহতের সংখ্যা জানালো পাকিস্তান
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, ১৮ বছরেই আবেদন
যে ভুলের কারণে আপনার ফ্রিজে ঘটতে পারে বিস্ফোরণ
দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে নিজের যে মারাত্মক ক্ষতি করছেন
এই রোদ, এই বৃষ্টির দিনে শাড়ির সাজে স্নিগ্ধতা ছড়ালেন ভাবনা
রোদ না থাকলেও কি সানস্ক্রিন লাগাতে হবে
মেট গালা–২০২৫: সাদা–কালোর ভিড়ে চোখ জুড়ালেন গোলাপি শাকিরা

শাপলা চত্বরে ‘গণহত্যা’র ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আহ্বান মাহমুদুর রহমানের

অনলাইন ডেস্ক

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১২ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের আহ্বান জানিয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান।

এ সময় মাহমুদুর রহমান বলেন, ‘নারী সংস্কার কমিশন তৈরির জন্য জুলাইয়ে তরুণরা জীবন দেয় নাই। ফ্যাসিবাদের পুনুরুত্থানে বন্ধে সংস্কার করুন। অনেক অপ্রয়োজনীয় কমিশন করা হয়েছে, সেগুলো বাতিল করুন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বৃহত্তর লড়াই ভারতের সামরাজ্যবাদের বিরুদ্ধে, সেখান থেকে সরে যাওয়া যাবে ন।’

মহাসমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘৫ আগস্ট জানিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, কোন কিন্তু চলবে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন।’

এ সময় শাপলা চত্বরে শহীদদের তালিকা প্রকাশের জন্য হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানান হাসনাত। সংস্কার নিয়ে বলেন, ‘নারী সংস্কার কমিশন নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস অ্যাড্রেস করবে আশা করি, অপ্রয়োজনীয় সংস্কার বাদ দিবেন।’

এরআগে, শনিবার সকাল ৯টার পর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশ সফল করতে ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতা-কর্মীরা। সকাল ৭টার আগেই মূল সমাবেশস্থলে ব্যাপক সমাগম ঘটে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতা-কর্মীরা এতে যোগ দিয়েছেন।

হেফাজতের চার দফা দাবি—
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।
২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ