সর্বশেষ
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির
কোরবানি ঈদে লম্বা ছুটির সুখবর দিয়ে প্রজ্ঞাপন
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত
কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাব: শবনম ফারিয়া
পাকিস্তানের তিন মসজিদে ভারতের হামলা, রেহাই পায়নি শিশুও
উত্তেজনার জেরে বন্ধ হতে পারে আইপিএল!
হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ও আহতের সংখ্যা জানালো পাকিস্তান
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, ১৮ বছরেই আবেদন
যে ভুলের কারণে আপনার ফ্রিজে ঘটতে পারে বিস্ফোরণ
দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে নিজের যে মারাত্মক ক্ষতি করছেন
এই রোদ, এই বৃষ্টির দিনে শাড়ির সাজে স্নিগ্ধতা ছড়ালেন ভাবনা
রোদ না থাকলেও কি সানস্ক্রিন লাগাতে হবে
মেট গালা–২০২৫: সাদা–কালোর ভিড়ে চোখ জুড়ালেন গোলাপি শাকিরা

নিরাপত্তার মামলায় হেরে আবেগঘন বার্তা প্রিন্স হ্যারির

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে পরাজিত ডিউক অব সাসেক্স হেনরি চার্লস আলবার্ট ডেভিড। পরাজয়ের পর বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে বাবা রাজা চার্লসের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছেন প্রিন্স হ্যারি।

তিনি বলেন, নিরাপত্তা সংক্রান্ত এইসব কারণে বাবা (চার্লস) তার সঙ্গে কথা বলবেন না। কিন্তু তিনি আর লড়তে চান না। তাছাড়া, বাবা কতদিন বাঁচবেন তাও তিনি জানেন না।

১৫ মাস আগে যুক্তরাজ্যের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে। কিছুদিন আগে চার্লস ব্যক্তিগত এক বার্তায় তার ক্যানসারের অভিজ্ঞতা জানিয়েছিলেন। এরপরই বাবাকে নিয়ে ওই কথা বললেন প্রিন্স হ্যারি।

যুক্তরাজ্যে সফরকালে হ্যারি ও তার পরিবারের পুলিশি নিরাপত্তা মাত্রা নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের রায়ে হেরে যান প্রিন্স হ্যারি। শুক্রবার মামলার রায় ঘোষণা করে লন্ডনের আপিল আদালত।

২০২০ সালে যুক্তরাজ্যের রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিন্স হ্যারি। এরপর যুক্তরাজ্য সরকার হ্যারিকে আর আগের মতো সরকার-প্রদত্ত নিরাপত্তা না দেওয়া এবং প্রতিটি সফরের ক্ষেত্রে তা আলাদাভাবে বিবেচনা করার সিদ্ধান্ত নেয়।

প্রথম মামলায় হারের পর হ্যারি আপিল করেন। তার আইনজীবীদের অভিযোগ ছিল, হ্যারিকে ‘অযৌক্তিক ও কম মানের’ নিরাপত্তা দিয়ে অন্যদের তুলনায় আলাদাভাবে দেখা হয়েছে। কিন্তু আদালত সেই যুক্তি প্রত্যাখ্যান করেছেন।

সরকারের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, হ্যারির নিরাপত্তা কমানোর কারণ হচ্ছে, তার রাজকীয় অবস্থানের পরিবর্তন। তিনি এখন বেশির ভাগ সময় দেশের বাইরে বাস করেন।

মামলায় পুনরায় পরাজয়ের পর হ্যারি সাক্ষাৎকারে বলেছেন, আমি আমার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে চাই। আইনি লড়াই করার আর কোনো মানে হয় না। জীবন মূল্যবান।

তিনি আরও বলেন, আমার পরিবারের কিছু সদস্য এবং আমার মধ্যে অনেক মতবিরোধ, মতভেদ আছে। কিন্তু এখন সেগুলো ক্ষমা করে দিয়েছি।

তবে বর্তমান পরিস্থিতিতে স্ত্রী মেগান এবং সন্তানকে রাজপরিবারে ফিরিয়ে নেওয়া সম্ভব না, সেকথাও বলেছেন হ্যারি। নিরাপত্তা সংক্রান্ত মামলায় আদালত যে রায় দিয়েছে তার ফলে পরিবারসহ নিরাপদে যুক্তরাজ্যে ফেরা ‘অসম্ভব’ হয়ে পড়েছে বলে জানান তিনি।

সূত্র: বিবিসি

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ