সর্বশেষ
এখনই কেন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
ক্যাপকাটের রেকর্ড ভাঙল ‘ইনস্টাগ্রাম এডিটস’, কী আছে এই অ্যাপে?
গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার
চুল ও ত্বকের জন্য বেল কতটা উপকারী
সাংবাদিক উজ্জ্বলের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আজ হচ্ছে না চিন্ময় দাসের জামিন শুনানি
মুচলেকা দিলে মামলা থেকে মুক্তি পাবে ববি শিক্ষার্থীরা
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট
সারা টেন্ডুলকারের সঙ্গে প্রেমের গুঞ্জন যে অভিনেতার
গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে: নাহিদ ইসলাম
গাবতলী হাটের ইজারা সংক্রান্ত ভুল, অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশ
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মুইজ্জু
বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: মির্জা ফখরুল
নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া: আমীর খসরু
সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের জেলে আটক রাখছে: রিজভী

পালের নাও

অনলাইন ডেস্ক

জসীম উদ্‌দীন

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও-

ঘরে আছে ছোট বোনটি তারে নিয়ে যাও !

কপিল-সারি গাইয়ের দুধ যেয়ো পান করে,

কৌটা ভরি সিঁদুর দেব কপালটি ভরে।

গুরার গায়ে ফুল চন্দন দেব ঘষে ঘষে,

মামা-বাড়ির বলব কথা-শুনো বসে বসে।

কে যাওরে পাল-ভরে কোন দেশে ঘর,

পাছা নায়ে বসে আছে কোন সওদাগর ?

কোন দেশে কোন গাঁয়ে হিরে ফুল ঝরে,

কোন দেশে হিরামন পাখি বাস করে।

কোন দেশে রাজ-কনে, খালি ঘুম যায়,

ঘুম যায় আর হাসে হিম-সিম বায়!

সেই দেশে যাব আমি কিছু নাহি চাই,

ছোট মোর বোনটিরে সাথে যাদি পাই।

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও-

তোমার যে পালে নাচে ফুলঝুরি বাও-

তোমার যে নার ছই আবের ঢাকনি,

ঝলমল জ্বলিতেছে সোনার বাঁধুনি।

সোনার না’বাঁধনরে তার গোড়ে গোড়ে,

হিরামন পঙ্খির লাল পাখা ওড়ে।

তার পর ওড়েরে ঝালরের হাসি,

ঝলমল জলে জ্বলে রতনের রাশে।

এই নাও বেয়ে যায় কোন সওদাগর,

কয়ে যাও-কয়ে যাও, কোন দেশে ঘর ?

পালের নাও, পালের নাও, পান খেয়ে যাও-

ঘরে আছে ছোট বোন তারে নিয়ে যাও।

যে না গাঙে সাতধার করে গলাগলি,

সেথা বাস কুহেলির-লোকে গেছে বলি।

পারাপার দুই নদী-মাঝে বালচুর,

সেইখানে বাস করে চাঁদ-সওদাগর।

এপারে ভুতুমের বাসা ও-পারেতে টিয়া-

সে খানেতে যেয়োনারে নাওখানি নিয়া।

ভাইটাল গাঙ দোলে ভাটী গেঁয়ো সোঁতে,

হবে নারে নাও বাওয়া সেথা কোনমতে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ