ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য এই সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন নাহিদ-রিশাদরা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।
এই দুই সিরিজের জন্য রোববার (৪ মে) বিকেলে স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ধারণা করা হচ্ছে, স্বল্পদৈর্ঘ্যের এই দুই সিরিজেই বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
চোটর কারণে এই দুই সিরিজে খেলতে পারছেন না তাসকিন আহমেদ। অধিকতর চিকিৎসার জন্য এখন ইংল্যান্ডে অবস্থান করছেন এই পেসার। তার অবর্তমানে পেস ইউনিটে মোস্তাফিজের সঙ্গে দেখা যেতে পারে তরুণ নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে। এছাড়া টি-টোয়েন্টি অন্য নিয়মিত মুখদের নিয়েই বিসিবি দল সাজাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এরপর এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।
আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ/নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
সূত্র: যুগান্তর