চুয়াডাঙ্গায় অনিয়ম ও বৈষম্য দূর করার দাবিতে কর্মবিরতি পালন করেছে জেলা আদালত ও ট্রাইবুনাল কর্মচারীরা।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জজ কোর্ট চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার আয়োজনে কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি নজরুল ইসলাম, সংগঠনের সিনিয়র নেতা সুভাষ কুমার, আব্দুল্লাহ আল মামুন মাজিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিচার বিভাগে বিদ্যমান সকল বৈষম্য দূর করতে হবে। সহায়ক কর্মচারীদেরকে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করতে হবে। যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নেরও দাবি করেন তারা।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর