সর্বশেষ
টেলিগ্রামে প্রতারণার ফাঁদ, নিরাপদ থাকবেন যেভাবে
বিদায়ক্ষণে ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার
সিরিয়ার আকাশে ইসরাইলি বিমান, প্রতিহতের চেষ্টা তুরস্কের
২১ দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
খালেদা জিয়ার জন্য প্রস্তুত ‘ফিরোজা’, অপেক্ষায় নেতাকর্মীরা
১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান
৬ মে–তে এবার কোন ইতিহাস লিখবে বার্সা?
বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল
গ্রীষ্মকালীন স্কিন কেয়ার ট্রেন্ড: স্লাগিং কতটা কার্যকর
টালিউড, ঢালিউড আর দক্ষিণে সমান আবেদন ছড়াচ্ছেন এই বং সুন্দরী
রাজধানীসহ যে ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
কোরআনে মহানবী (সা.)-এর অনুপম চরিত্র প্রসঙ্গ
আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ
একসঙ্গে ৪ দেশে হামলা চালালো ইসরায়েল
দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, বরণের অপেক্ষায় বিএনপি

এবার রাতে ভোট হবে না: সিইসি

অনলাইন ডেস্ক

বিগত সময়ের মতো এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট অফিসারদের আমি বলেছি, তিনটি ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রথমটি হল, যে কাজটি করছেন সেটি আইনসংগত কি-না। দ্বিতীয়টি হচ্ছে, আপনাদের বিবেক এই সিদ্ধান্তে সায় দিচ্ছে কি-না। তৃতীয়টি হল, ১৮ কোটি মানুষের সামনে আমরা যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকবো তারা আসামি।

তিনি বলেন, যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারি তাহলে কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। এই তিনটি ক্রাইটেরিয়া মেনে আমরা কাজ করছি। আমরা যে শপথ নিয়েছি সেটা আমরা সমুন্নত রাখবো। একটি সম্পূর্ণ নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান। সেই নিশ্চয়তা আমরা জাতিকে দিতে পারি। আমাদের নির্বাচন কর্মকর্তাদের আমরা হাত তুলে শপথ করিয়েছি, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন-কানুন মেনে যাতে তারা নির্বাচন পরিচালনা করে। অতীতে নির্বাচন নিয়ে যা হয়েছে আগামীতে যেন তা না হয়, আমি তাদের এ কথাই বলেছি।

সিইসি আরও বলেন, তবে আশার কথা হচ্ছে বর্তমানে সব রাজনৈতিক দল নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে। তারা সবাই বলছে তারাও জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। রাজনৈতিক দলগুলো বলছে ২৪-এর আন্দোলন করে কি লাভ হবে যদি আমরা একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত না করতে পারি?।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে ময়মনসিংহ অঞ্চলের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ