সর্বশেষ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেম্বারে স্থগিত
‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’
কেন খাবার খেলেই বুক জ্বালাপোড়া করে, জানুন মুক্তির উপায়
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ, পদ ৭৭
এ টি এম আজহারের জন্য দোয়া চাইলেন জামায়াত আমির
কুরবানি ঈদে ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মজীবীরা
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী
বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে যা বললেন সারজিস
তারেক রহমান দেশে আসবেন সে প্রস্তুতি আছে: এ্যানি
হলিউডের দেশি গার্লের আলোয় উদ্ভাসিত মেটগালা
ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ভাগ্য খুলছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কঠোর নির্দেশনা
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন ইতালির প্রধানমন্ত্রী
ভুয়া ইমেইলের মাধ্যমে ভাইরাস ছড়ানোর চেষ্টা, সতর্ক বার্তা আইএসপিআরের
অভিনেতা সিদ্দিককে নিয়ে যা বললেন সাবেক স্ত্রী মিম

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

অনলাইন ডেস্ক

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ৪ মে ও ২৩ মে দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দু-দফায় কমানো হয় ৮ হাজার ৯১২ টাকা। এখন আবার স্বর্ণের দাম বাড়ানো হলো।

গতকাল সোমবার (৫ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণে ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ১৯৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণে ১ হাজার ৬০৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।

এর আগে ৪ মে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৩ হাজার ৩৯৫ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৪৮৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা। গতকাল সোমবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ