সর্বশেষ
মেট গালার লুকে অনাগত সন্তানকে অপূর্ব ট্রিবিউট দিলেন হবু মা কিয়ারা
হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কী করবেন?
‘পাকিস্তান সর্বশক্তি দিয়ে জবাব দেবে’, পাক সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তোলপাড়
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক চলছে
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেম্বারে স্থগিত
‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’
কেন খাবার খেলেই বুক জ্বালাপোড়া করে, জানুন মুক্তির উপায়
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ, পদ ৭৭
এ টি এম আজহারের জন্য দোয়া চাইলেন জামায়াত আমির
কুরবানি ঈদে ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মজীবীরা
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী
বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে যা বললেন সারজিস
তারেক রহমান দেশে আসবেন সে প্রস্তুতি আছে: এ্যানি
হলিউডের দেশি গার্লের আলোয় উদ্ভাসিত মেটগালা
ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ভাগ্য খুলছে

ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পথে বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওয়ানা দেন বিএনপি চেয়ারপারসন।

এদিন সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

এছাড়া খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করছেন তারা। দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেন নেতাকর্মীরা।

এর আগে লন্ডন সময় সোমবার (৫ মে) দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। ১৭ বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেয়া ছিল আবেগের।

বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজার হাজার প্রবাসী নেতাকর্মী। স্লোগান দিয়ে প্রাণঢালা শুভেচ্ছা জানান। প্রবাসী বাংলাদেশিদের বিদায়ী অভ্যর্ত্থনায় সিক্ত হন বেগম জিয়া। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। সেইসঙ্গে নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখতে বলেন বেগম জিয়া।

লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে ৪ মাস কাটিয়ে দেশে ফিরলেন খাদেলা জিয়া। দুই পুত্রবধূ ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদও দেশে ফিরেছেন।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ