বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং বিএনপির সে বিষয় সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ‘আমরা মাঠে ছিলাম, এখনও মাঠে আছি। আমি বিশ্বাস করি, খালেদা জিয়ার নেতৃত্বেই দেশের মানুষ আবারও একত্রিত হবে। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন এবং দেশের রাজনীতিতে স্বাভাবিকতা ফিরে আসবে।
এ্যানি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অত্যাচারিত ছিলেন। আজ তিনি আসছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি। তার এই আসায় দেশ একটি গণতান্ত্রিক দেশে পরিণত হবে আমরা সেই প্রত্যাশাই করি। বেগম খালেদা জিয়া আসছেন তার মনোবল যথেষ্ট। এবার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।