সর্বশেষ
গাজায় ত্রাণের ট্রাক পাহারায় থাকা ৬ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত
জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র বাংলাদেশ ইমার্জিং দলের
জটিলতা সৃষ্টি করে সরকারের মান-অভিমান গ্রহণযোগ্য কাজ না: আনু মুহাম্মদ
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
দিল্লিতে এক সপ্তাহে ১২১ বাংলাদেশি গ্রেফতার
পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত করে নির্বাচন দিতে হবে: হামিদুর রহমান আযাদ
‘মা, আমি চোর নই। চিপস চুরি করিনি’, অপমানের পর ১২ বছরের শিশুর সুইসাইড নোট
এবার ‘ইইউ’কে ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি: সালাহউদ্দিন
গুরুতর অসুস্থ নায়িকা নুসরাত ফারিয়া
মাহিরা খান কি আবারও বলিউডে অভিনয় করবেন?
একটি পরিবারের জন্য একটি সেতু!
তরুণদের প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডা. জোবাইদার
পদত‍্যাগ নয়, আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক-সেদিকের সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

‘পাকিস্তান সর্বশক্তি দিয়ে জবাব দেবে’, পাক সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, দেশের মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় যেকোনো আগ্রাসী তৎপরতার জবাব পূর্ণ শক্তিতে দেওয়া হবে। এছাড়া দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করলে সর্বশক্তি দিয়ে জবাবের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গতকাল সোমবার জেনারেল হেডকোয়ার্টারসে (জিএইচকিউ) ১৫তম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তানের অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্যকালে এই হুঁশিয়ারি দেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সেনাপ্রধান বলেন, ‘পাকিস্তান এই অঞ্চল ও বহির্বিশ্বে শান্তি চায়। তবে যদি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে পাকিস্তান সর্বশক্তি দিয়ে জবাব দেবে।’

তিনি বেলুচিস্তানের নিরাপত্তা ও উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদকে চিহ্নিত করেন এবং বলেন, যারা ষড়যন্ত্র করে এই প্রদেশে সহিংসতা ছড়াতে চায়, তারা সফল হতে পারবে না। জেনারেল মুনির বলেন, ‘সন্ত্রাসবাদ কোনো ধর্ম, সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর নয়—এটি জাতীয় ঐক্য দিয়ে মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘যেসব সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ পরিচয়ের নামে সন্ত্রাস চালিয়ে ক্ষুদ্র স্বার্থ হাসিল করতে চায়, তারা বেলুচদের সম্মান ও দেশপ্রেমের ওপর একটি কলঙ্ক।’

সেনাপ্রধান জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের পূর্ণ সমর্থন নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, সরকার বেলুচিস্তানের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জোর দিয়েছে এবং চলমান ও পরিকল্পিত উন্নয়ন প্রকল্পগুলো এ বিষয়ে ছড়ানো অপপ্রচারের জবাব হিসেবে যথেষ্ট।

‘অনেক প্রকল্প ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং সেগুলোর সুফল বেলুচিস্তানের জনগণ পেতে শুরু করেছে,’ বলেন তিনি।

জেনারেল মুনির বেলুচিস্তানের নাগরিক সমাজের বিশেষ করে তরুণদের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করছে এবং এই প্রক্রিয়াই উন্নয়নের পথ সুগম করছে।

সেনাপ্রধান ওয়ার্কশপের অংশগ্রহণকারীদের সঙ্গেও মতবিনিময় করেন। ২০১৬ সাল থেকে আয়োজিত এই কর্মশালায় বেলুচিস্তানের বিশিষ্ট রাজনীতিবিদ, আমলা, নাগরিক সমাজ, তরুণ, একাডেমিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। কর্মশালার লক্ষ্য জাতীয় ও প্রাদেশিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান বাড়ানো এবং সম্মিলিত প্রতিক্রিয়ার সক্ষমতা গড়ে তোলা।

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ