মেট গালা ২০২৫ এর আসরে স্টাইলিশ লুকে নজর কাড়ল কিয়ারা আদভানির বেবি বাম্প। ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তর নকশা করা পোশাকে ছিল অনাগত সন্তানকে দেওয়া অপূর্ব ট্রিবিউট।
বলিউড সেনসেশন কিয়ারা আদভানি স্টাইলিশ লুকে বিভিন্ন সময় রেড কার্পেট মাতিয়েছেন বহুবার। এ বছরের মাত্র শুরু হওয়া মেট গালায়ও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার মেট গালায় ডেব্যু করা এই অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট নয়, নজর কেড়েছে তাঁর মাতৃত্বকে উদযাপন করে নিজের অনাগত সন্তানকে দেওয়া ট্রিবিউট।
নজর কেড়েছে কিয়ারার মাতৃত্বকে উদযাপন করে নিজের অনাগত সন্তানকে দেওয়া ট্রিবিউট
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে জানান, তিনি এবং তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা বাবা-মা হচ্ছেন। এরপর থেকে ছিলেন অন্তরালেই। এরপরই মাতৃত্বকে উদযাপন করে ঘটালেন তাঁর মেট গালা অভিষেকে। মেট গালার লাল গালিচায় এবারে প্রথম বারের মতো হেঁটেছেন কিয়ারা। তাঁর প্রথম উপস্থিতিতেই তিনি মাতৃত্বের সৌন্দর্য ও শক্তিকে উদযাপন করেছেন।
ভারতের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তর ডিজাইন করা তাঁর পোশাকের ট্যাগলাইন ছিল ‘ব্রেভহার্টস’। সম্ভবত এটি মা ও সন্তানের হৃদয়কে বুঝিয়েছে। কারণ মাতৃত্বকালীন এই দীর্ঘযাত্রায় মায়ের সঙ্গে শিশুটিও একই সাথে চলছে। এবারে মেট গালার মূল থিমের সঙ্গে সাব থিম হিসেবে ‘সুপারফাইন : টেইলরিং ব্ল্যাক’ কে রাখা হয়েছিল। কিয়ারাও পরেছিলেন এই থিমনির্ভর পোশাক। এটি মূলত একটি কালো অফ-শোল্ডার গাউন। গাউনটির কেন্দ্রে একটি সোনালি রঙের অ্যান্টিক ব্রেস্টপ্লেট এর নকশা করা।
স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তর ডিজাইন করা তাঁর পোশাক
ব্রেস্টপ্লেটটিতে দুটি হৃদয় আকৃতির মাধ্যমে মা ও সন্তানের সম্পর্কের এক সুন্দর চিত্রায়ণ
এতে ব্যবহার করা হয়েছে ঘুঙুর ও ক্রিস্টালের ডিটেইলিং। ব্রেস্টপ্লেটটি যে শুধু স্টাইল স্টেটমেন্ট তৈরির খাতিরেই নকশা করা নয়। এটি দুটি হৃদয় আকৃতির মাধ্যমে মা ও সন্তানের সম্পর্কের এক সুন্দর চিত্রায়ণ। পুরো ব্রেস্টপ্লেটের সবচেয়ে অর্থবহ ডিটেইলিং হিসেবে সোনালি চেনটিকে ধরা যায়। এটি মূলত অ্যাম্বেলিকাল কর্ড এর প্রতীকী রূপ, যা দিয়ে মায়ের সঙ্গে সন্তানের নাড়ির টানকে খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন গৌরব গুপ্ত।
কিয়ারার স্টাইলিশ পোশাকের অর্থবহ নকশা সম্পর্কে গৌরব জানান, পোশাকটি শুধু ফ্যাশনের একটি নিদর্শন নয়, পৃথিবীর প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পোশাকের নকশা করেছেন তিনি। পোশাকটি সম্পর্কে তিনি আরও বলেন, “এই পোশাকটি আত্মপরিচয় ও উত্তরাধিকারকে প্রতিফলিত করে। প্রতিটি মা একজন নারী। এটি তাঁর আত্মপরিচয় এবং মাতৃত্বের স্বাদ তাঁকে এনে দেয় উত্তরাধিকার। এ ধারা চলে প্রজন্ম থেকে প্রজন্মে। পোশাকটি গৌরব গুপ্তার নিজস্ব ডিজাইনে তৈরি হলেও বানিয়েছেন ভারতীয় কারিগরেরা। সে হিসেবে পোশাকটি ভারতের কারিগরদের দক্ষ কারিগরির একটি অপূর্ব নিদশন।
মায়ের সঙ্গে সন্তানের নাড়ির টানকে খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছেন গৌরব গুপ্ত
কিয়ারা একটি সাদা ডাবল-প্যানেল কেপ পরেছেন, যা লম্বা ট্রেন হয়ে নেমে গিয়েছে
এছাড়াও এই পোশাকের সঙ্গে কিয়ারা একটি সাদা ডাবল-প্যানেল কেপ পরেছেন, যা লম্বা ট্রেন হয়ে নেমে গিয়েছে। প্রয়াত ফ্যাশন আইকন আন্দ্রে লিয়ন ট্যালির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই কেপটিকে আউটফিটের অংশ করা হয়।
মা হিসেবেও তাঁর জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবারের মেট গালা
মেকআপ খুবই মিনিমাল এ লুকে। সফট কার্ল ও মিডল পার্টিং করা চুলের সঙ্গে স্টেটমেন্ট কানের দুলে মোহনীয় লাগছিল তাঁকে।মেট গালার মতো সন্ধ্যায় কিয়ারার উপস্থিতি মাতৃত্বের সৌন্দর্য ও শক্তিকে বিশ্ব ফ্যাশন মঞ্চে তুলে ধরেছে। এ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী নিজেও। তিনি বলেন, জীবনের ঠিক এই মুহূর্তে মেট গালায় অংশ নেওয়া শুধু শিল্পী হিসেবেই নয়, বরং একজন মা হিসেবেও তাঁর জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এরচেয়ে ভালো আর কী-ই বা হতে পারে।
ছবি: ইন্সটাগ্রাম