সর্বশেষ
সাবেক রেলমন্ত্রীসহ দুই এমপি, পঞ্চগড়ের সাবেক ডিসি-এসপির বিরুদ্ধে মামলা
দাফনের ৬ মাস পর সাবেক কমিশনারের লাশ উত্তোলন, স্ত্রীসহ ৪ জনের নামে মামলা
চাঁদের নমুনা পরীক্ষায় চীনকে সহায়তা করবে না নাসা
উল্টোপথে যান চলাচল, ডিএমপির দেড় শতাধিক মামলা
আনসার ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণের সমাপনী
শিশুদের মোবাইলে আসক্তি কমানোর উপায়
প্রযুক্তি জ্ঞানের অগ্রগতির সঙ্গে প্রকৌশলীদের সম্পৃক্ত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
চিলমারী খাদ্য গুদামে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ মিলারদের মাঝে চাল বিভাজনে অনিয়মের অভিযোগ
গোবিন্দগঞ্জে খাদ্যবন্ধব কর্মসূচীর ১শ ১৯ বস্তাচাল সহ কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সাবু আটক
মেট গালার লুকে অনাগত সন্তানকে অপূর্ব ট্রিবিউট দিলেন হবু মা কিয়ারা
হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কী করবেন?
‘পাকিস্তান সর্বশক্তি দিয়ে জবাব দেবে’, পাক সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তোলপাড়
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক চলছে
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চেম্বারে স্থগিত
‘সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না’

চাঁদের নমুনা পরীক্ষায় চীনকে সহায়তা করবে না নাসা

আন্তর্জাতিক ডেস্ক

চাঁদ থেকে আনা নমুনা পরীক্ষায় চীনকে সহায়তা করবে না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা থাকায় সংস্থাটি এ সিদ্ধান্ত জানিয়েছে।

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ২০২০ সালে চালু হওয়া চীনের চন্দ্র মিশন চ্যাং’ই-৫ এর মাধ্যমে চাঁদ থেকে আনা নমুনা পরীক্ষার জন্য নাসার গবেষক নিউইয়র্ক স্টোনি ব্রোক ইউনিভার্সিটির বিজ্ঞানী টিমোথি গ্লোচকে নির্ধারণ করেছে চীনের মহাকাশ সংস্থা (সিএনএসএ)।

কিন্তু নাসা জানিয়েছে, মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা থাকায় চীনের চ্যাং’ই-৫ মিশনের মাধ্যমে আনা ওই নমুনা গবেষণার জন্য টিমোথি গ্লোচকে কোনো সহায়তা করতে পারবে না নাসা ।

এমনিতেই নাসা তার গবেষকদের জন্য যাতায়াত ব্যবস্থাসহ নানা সহায়তা করে থাকে।

গ্লোচ বলেন, আমরা আশা করেছিলাম আমেরিকার আ্যপোলো চন্দযান থেকে আনা চাঁদের নমুনার সঙ্গে চীনের চ্যাং’ই ৫ এর নমুনার সঙ্গে মিলিয়ে চাঁদের আগ্নেয়গিরি, চাঁদের বিভিন্ন উপাদান, এবং কিভাবে হাজার বছর ধরে এগুলো মহাকাশে পরিবর্তিত হয়ে আসছে তা গবেষণা করতে পারবো। কিন্তু নিষেধাজ্ঞার কারণে সেটা সম্ভব হচ্ছেনা।

সিএনএসএ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সুযোগ দিলেও চীনা বিজ্ঞানীরা নাসার সংগ্রহ করা চাঁদের নমুনা দেখার অনুমতি পান না। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা নাসার ওপর চীনের সঙ্গে বৈজ্ঞানিক সহযোগিতার ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছেন।

২০১১ সালের আইন অনুযায়ী, নাসা চীন বা চীনা কোনো কোম্পানির সঙ্গে কোনো ধরনের সহযোগিতার সম্পর্ক গড়তে পারবে না, এ ধরনের কিছু করতে হলে কংগ্রেসের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে।

২০২০ সালে চীনের নভোযান চ্যাংই-৫ চাঁদের ভূপৃষ্ঠ থেকে কিছু পাথর নিয়ে আসে। চীনা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) গত মাসে জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তহবিলে পরিচালিত দুটি মার্কিন প্রতিষ্ঠানকে ওই পাথর পরীক্ষার অনুমতি দিয়েছে।

সিএনএসএর প্রধান শান জংদা তখন বলেছেন, পাথরের ওই নমুনা মানবজাতির মধ্যে ভাগ করে নেওয়ার মতো সম্পদ।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ