সর্বশেষ
পাকিস্তানে হামলা চালানো ‘ইসরাইলি ড্রোন’ সম্পর্কে যা জানা গেল
পাক-ভারত উত্তেজনা: সীমান্তে কৃষকদের অভয় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
‘হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান’
জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব
ভারতের অনুরোধে ‘মুসলিম’ নিউজ পেজ ব্লক করল মেটা
ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত
গায়ের জোরে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে, আগ্রাসনকে ‘না’ বলুন: শফিকুর রহমান
সর্বদলীয় বৈঠকে ভারত
সংকটময় সময়ে পাশে দাঁড়ানোয় এরদোগানকে পাক প্রধানমন্ত্রীর ধন্যবাদ
বিশ্ব দুই প্রতিবেশীর সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না: জাতিসংঘ
মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
ঘুসের মামলায় টিউলিপকে দুদকে তলব
যেভাবে ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে
কালাকানুন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের প্রতিবাদে উত্তাল সচিবালয়
মধ্যরাতে দেশ ছাড়লেন আবদুল হামিদ

যেভাবে ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক

পহেলগাঁও হামলার জবাবে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করছে। একাধিক হামলা করেছে পাকিস্তানে। পাকিস্তানও এর জবাব দিচ্ছে। দুই দেশের এভাবে সংঘর্ষে জড়িয়ে পড়াটা বহুমুখী প্রভাব ফেলবে বাংলাদেশের ওপর।

দেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচিও এর প্রভাবমুক্ত থাকবে না। দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় ২০২৫ এশিয়া কাপ অনিশ্চয়তায় পড়ে গেছে। এমনকি ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপ এবং ভারতের সাদা বলের বাংলাদেশ সফর এখন শঙ্কার মুখে। প্রতিবেদনটিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

বাংলাদেশ ক্রিকেট দল ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা রয়েছে। এই সিরিজ লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা।

সূত্র জানায়, সম্ভাব্য প্রভাব নিয়ে এখনও আলোচনা করেনি বিসিবি। তবে প্রভাব যে পড়তে পারে, কার্যক্রমে পরিবর্তন বা স্থগিতও যে হতে পারে, তা নিয়ে আগে থেকেই মানসিক প্রস্তুতি আছে বোর্ডে।

এদিকে আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, সংঘর্ষের পর ইউরোপগামী অনেক এয়ারলাইন্স পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে বাধ্য হয়েছে। অন্তত দুই ডজন বাণিজ্যিক ফ্লাইট গতকাল পাকিস্তান আকাশসীমা এড়িয়ে গেছে।

বাংলাদেশের সামনে ব্যস্ত সূচি রয়েছে। পাকিস্তান সিরিজের পর টাইগারদের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে। এরপর জুলাই মাসে পাকিস্তান দল আসবে বাংলাদেশ সফরে, যা এফটিপি’র বাইরের একটি সিরিজ। এরপরই ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে, যেটি শুরু হবে ১৩ আগস্ট। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার এই সংঘাতের কারণে সেসব নিয়ে শঙ্কা তৈরি হলো বৈকি!

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ