পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি লক্ষ্যবস্তুতে ভারতের সফল সামরিক হামলা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দিল্লিতে এ বৈঠক শুরু হয়।
বৃহস্পতিবার (৮ মে) ভারতীয় গণ্যমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নরেন্দ্র মোদির সভাপতিত্বে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তা ছাড়াও ভারতের বিভিন্ন দলের শীর্ষ স্থানীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন ।
সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ভারতের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে সমস্ত রাজনৈতিক দলের কাছে এই সংকটময় সময়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং সীমান্ত পরিস্থিতি ও উত্তেজনা সম্পর্কে তাকে অবহিত করেন।
এর আগে নরেন্দ্র মোদি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি তাকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সশস্ত্র বাহিনী মঙ্গলবার মধ্যরাতে এক অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি স্থানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সূত্র: যুগান্তর