সর্বশেষ
পাকিস্তানে হামলা চালানো ‘ইসরাইলি ড্রোন’ সম্পর্কে যা জানা গেল
পাক-ভারত উত্তেজনা: সীমান্তে কৃষকদের অভয় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
‘হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান’
জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব
ভারতের অনুরোধে ‘মুসলিম’ নিউজ পেজ ব্লক করল মেটা
ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত
গায়ের জোরে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে, আগ্রাসনকে ‘না’ বলুন: শফিকুর রহমান
সর্বদলীয় বৈঠকে ভারত
সংকটময় সময়ে পাশে দাঁড়ানোয় এরদোগানকে পাক প্রধানমন্ত্রীর ধন্যবাদ
বিশ্ব দুই প্রতিবেশীর সামরিক সংঘাতের ভার বহন করতে পারবে না: জাতিসংঘ
মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
ঘুসের মামলায় টিউলিপকে দুদকে তলব
যেভাবে ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচ পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে
কালাকানুন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের প্রতিবাদে উত্তাল সচিবালয়
মধ্যরাতে দেশ ছাড়লেন আবদুল হামিদ

পাকিস্তানে হামলা চালানো ‘ইসরাইলি ড্রোন’ সম্পর্কে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতের পাঠানো ২৫টি ‘হারোপ ড্রোন’ ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার দেওয়া পাকিস্তান আইএসপিআর-এর বিবৃতি অনুযায়ী, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘সফট-কিল (প্রযুক্তিগত) ও হার্ড-কিল (অস্ত্র ব্যবহার)’ উভয় কৌশল ব্যবহার করে এসব ড্রোন ভূপাতিত করেছে।

আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এদিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, করাচি ও লাহোরসহ দেশটির বিভিন্ন এলাকায় এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এ সময় তিনি ড্রোনগুলোর ধ্বংসাবশেষের ছবিও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।

আহমেদ শরীফ বলেন, ভারত এই ড্রোন পাঠিয়ে ‘গুরুতর উসকানি’ দিচ্ছে। তাদের এই ‘নগ্ন আগ্রাসন অব্যাহত রয়েছে এবং আমাদের সশস্ত্র বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে’।

হারোপ ড্রোন কী?

হারোপ (Harop) ড্রোন হচ্ছে একটি ‘লোইটারিং মিউনিশন’ অর্থাৎ ঘুরতে ঘুরতে লক্ষ্যবস্তু শনাক্ত করে ‍সেখানে আঘাত হানে। এটি ইসরাইলের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) তৈরি একটি বিশেষ ড্রোন।

এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে বা মনুষ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহার করা যায়। এটি একটি ইউএভি (Unmanned Aerial Vehicle) ও ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য একত্রিত করে। তবে যদি টার্গেট পাওয়া না যায়, তাহলে এটি আবার ঘাঁটিতে ফিরে আসতেও সক্ষম।

ইসরাইলের তৈরি এই বিশেষ ড্রোন ট্রাক, জাহাজ বা বিমানের ক্যানিস্টার থেকে উৎক্ষেপণযোগ্য। সেই সঙ্গে এটির ফোল্ড করা যায় এমন ডানা রয়েছে।

বিশেষজ্ঞের বিশ্লেষণ

এ বিষয়ে জামশোরোর মেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ফাহাদ ইরফান সিদ্দিকী বলেন, হারোপ একটি মিলিটারি-গ্রেড প্রযুক্তি, যা তথ্য সংগ্রহ ও অস্ত্র বহন করে হামলার জন্য ব্যবহৃত হয়।

তিনি বলেন, সাধারণ বেসামরিক ড্রোনে ইউএইচএফ ফ্রিকোয়েন্সি জ্যামার ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ বিচ্ছিন্ন করা যায়। কিন্তু হারোপের মতো সামরিক ড্রোন স্যাটেলাইটের মাধ্যমে চালিত হয়, যা ব্লক করা অত্যন্ত কঠিন।

যদিও পাকিস্তানের সশস্ত্র বাহিনী একটা দুইটা নয়, রীতিমত ২৫টা ‘হারোপ ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে।

আন্তর্জাতিক আইন মানবাধিকার প্রসঙ্গ

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় বেসামরিক স্থানে হামলা করা একটি গুরুতর অপরাধ। হারোপের মতো স্বয়ংক্রিয় ড্রোনগুলো প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার (Lethal Autonomous Weapon Systems) আওতায় পড়ে কি না— তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক চলছে।

কারণ, এগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু নির্ধারণ ও হামলা করতে সক্ষম।

প্রেক্ষাপট

ভারত গত দশকে ইসরাইলের কাছ থেকে প্রায় ২.৯ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনেছে। যার মধ্যে রয়েছে রাডার, নজরদারি ড্রোন, কামব্যাট ড্রোন এবং ক্ষেপণাস্ত্র।

২০১৬ ও ২০২০ সালে আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে নাগোর্নো-কারাবাখ যুদ্ধে ব্যাপকভাবে হারোপ ড্রোন ব্যবহার করেছিল।

সিরিয়াতেও এই ড্রোন ব্যবহারের প্রমাণ রয়েছে। ২০১৮ সালে একটি সিরীয় এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছিল ইসরাইলের তৈরি এই বিশেষ ড্রোন।

 

 সূত্র: ডন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ