কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা শমিত সোম এখন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায়। গত ৬ মে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের পর লাল-সবুজ জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই তার।
কানাডা প্রিমিয়ার লিগের দল কাভালরি এফসির হয়ে খেলেন শমিত। আজ সেই ক্লাব শমিতের বাংলাদেশ অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন শমিত সোম। অভিনন্দন শমিত।’
বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে কথা বলেছেন শমিত। লাল-সবুজের জার্সিতে খেলতে পারাটা তার কাছে গর্বের। তাই বাংলাদেশের হয়ে অভিষেকের জন্য যেন তর সইছে না এই মিড ফিল্ডারের। তিনি বলেন, ‘এটা এমন কিছু, যাতে আমি গর্বিত।’
‘আমার বাবার পরিবারের অনেকই এখনো সেখানে থাকে, আমার বাবা-মা সেখান থেকেই এসেছেন, ছোটবেলা থেকেই আমি এই সংস্কৃতিতে বড় হয়েছি। তাই আমি মনে করি এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা, যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
বছর দুয়েক ধরেই শমিতকে নিয়ে গুঞ্জন থাকলেও তা এতদিন আলোর মুখ দেখেনি। সম্প্রতি ফুটবল ফেডারেশনকে শমিত সবুজ সংকেত দেওয়ার পর দ্রুতই সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শমিত মনে করছেন, বাংলাদেশের হয়ে খেলার জন্য এটাই তার কাছে উপযুক্ত সময়।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়ছে, (বাংলাদেশের হয়ে খেলার) সুযোগ নেওয়ার এবং নিজেকে ভিন্ন ধরনের ফুটবলের চ্যালেঞ্জ দেওয়ার এটাই সঠিক সময়।’