সর্বশেষ
প্রতিদিন একটি টমেটো কি ফলের বিকল্প হতে পারে?
শরীরে কোন লক্ষণ দেখে বুঝবেন অভাব হচ্ছে ভিটামিন সি!
পোশাক-রূপচর্চায় কত খরচ করেন মালাইকা?
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের রূপে মজে আছেন সবাই
মেকআপ তোলা জরুরি: জেনে নিন সঠিক নিয়ম
প্রতিদিন মাত্র একটি ডুমুর খেলেই যে ৭ উপকার পাবেন
নতুন ২টি বোল্ড লুকে টেলিভিশনের জনপ্রিয় বউ তৃণা
পল্লী জননী
মৃত ব্যক্তিকে কাফন পরানোর নিয়ম
‘আ. লীগকে পুনর্বাসন ও ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে’
গোবিন্দগঞ্জে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন
গোবিন্দগঞ্জে লাম্পি রোগে আক্রান্ত গরু সরকারি ভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় দিশেহারা গরুর মালিক ও খামারীরা
আবদুল হামিদের দেশত্যাগে যা বলল এনডিবি
আমরা বিএনপির অপেক্ষায়: সারজিস
আ’লীগ নেতা ও সাবেক পিপি ফারুক আহমেদ প্রিন্সকে কারাগারে

বিচ্ছেদের পর নতুন প্রেমের জোয়ারে ভাসছেন সামান্থা

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর পুরো দেশজুড়ে ছড়িয়ে আছে তার ভক্ত-অনুরাগী। কিছুদিন আগে তার ও অভিনেতা নাগা চৈতন্যের ডিভোর্স হয়েছে। এরপর নাগা চৈতন্য বিয়ে করলেও সামান্থা এখনো একা রয়েছেন। সম্প্রতি কানাঘুষোয় চলছে পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। আর এই জল্পনার মধ্যে রাজ নিদিমরুর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তা উসকে দিলেন অভিনেত্রী।

এদিন সামান্থা বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে। দ্রুতই মুক্তি পাচ্ছে তার প্রযোজিত প্রথম সিনেমা ‘শুভম’। এটি আগামীকাল শুক্রবার (৯ মে) বড়পর্দায় আসছে। আর তার আগে তিনি এদিন বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। আর সেই ছবিগুলোতে তার সঙ্গে ছিলেন সিটাডেল হানিবানির পরিচালক রাজ নিদিমরু। ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন—পথটা দারুণ লম্বা ছিল। কিন্তু আজ আমরা এখানে। নতুন শুরু।

এই ক্যাপশন দেখেই অনেকে মনে করছেন— ইঙ্গিতে কি তবে অভিনেত্রী নিজেদের সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন? খোলসা করে না বলেও ইঙ্গিত দিলেন সামান্থা। আসলে বিষয়টি তেমন নয়, অভিনেত্রী এদিন প্রযোজক হিসেবে ‘নতুন শুরু’কে ইঙ্গিত করেছেন।

কিন্তু তাতে কী! নেটিজেনদের মতে, এই পোস্টে নাকি একই সঙ্গে দুই বিষয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। আর তেমনটা অনুমান করতেই পছন্দের অভিনেত্রীকে অনেকেই সাবধান করেছেন। কেউ কেউ বুদ্ধি দিয়েছেন তাকে আবার নতুন করে প্রেমে না পড়ার জন্য। আরেক নেটিজেন লিখেছেন— তার মানে জল্পনাই ঠিক। অন্য আরেক নেটিজেন লিখেছেন—আমিও কি যেটা ভাবছি সেটাই ঠিক? আরেক এক নেটিজেন লিখেছেন— স্যাম আর কারও প্রেমে পড়ো না। সবাই ফেক। একা থেকে জীবন উপভোগ কর।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভুর প্রযোজনা সংস্থার নাম ট্রালালা মুভিং পিকচার্স। এই প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘শুভম’। একটি বিষয়ে জানিয়ে রাখা ভালো— ২০১৭ সালে সামান্থা সাতপাকে বাঁধা পড়েন নাগা চৈতন্যের সঙ্গে। কিন্তু ২০২১ সালে তারা সেই সম্পর্কে ইতি টানেন। ২০২৪ সালে নাগা ফের বিয়ে করেন। অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে তিনি সংসার পাতলেও সামান্থা বর্তমানে সিঙ্গেল রয়েছেন।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ