সর্বশেষ
প্রতিদিন একটি টমেটো কি ফলের বিকল্প হতে পারে?
শরীরে কোন লক্ষণ দেখে বুঝবেন অভাব হচ্ছে ভিটামিন সি!
পোশাক-রূপচর্চায় কত খরচ করেন মালাইকা?
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের রূপে মজে আছেন সবাই
মেকআপ তোলা জরুরি: জেনে নিন সঠিক নিয়ম
প্রতিদিন মাত্র একটি ডুমুর খেলেই যে ৭ উপকার পাবেন
নতুন ২টি বোল্ড লুকে টেলিভিশনের জনপ্রিয় বউ তৃণা
পল্লী জননী
মৃত ব্যক্তিকে কাফন পরানোর নিয়ম
‘আ. লীগকে পুনর্বাসন ও ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে’
গোবিন্দগঞ্জে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন
গোবিন্দগঞ্জে লাম্পি রোগে আক্রান্ত গরু সরকারি ভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় দিশেহারা গরুর মালিক ও খামারীরা
আবদুল হামিদের দেশত্যাগে যা বলল এনডিবি
আমরা বিএনপির অপেক্ষায়: সারজিস
আ’লীগ নেতা ও সাবেক পিপি ফারুক আহমেদ প্রিন্সকে কারাগারে

পোশাক-রূপচর্চায় কত খরচ করেন মালাইকা?

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ৫১ বছর বয়সে এসেও যেভাবে নিজেকে ফিট রেখেছেন, তা সত্যিই বিস্ময়কর। অভিনেত্রীর ভক্তদের মনে প্রশ্ন— ৫০ পেরিয়েও তার মতো গ্লামার ধরে রাখতে চাইলে কত টাকা খরচ করতে হবে, কে জানে? আপনি জানেন কি, অভিনেত্রী রূপচর্চা আর খাওয়া-দাওয়া আর সাজসজ্জায় কত টাকা খরচ করেন?

বলিউড তারকার চোখধাঁধানো সাজ দেখে এমন প্রশ্ন জাগা স্বাভাবিক। কত দামি পোশাক পরে রয়েছেন অভিনেত্রী? কিন্তু পোশাক বা বাহ্যিক সাজসজ্জার দেখে অন্দরের সৌন্দর্য রক্ষার খরচের কথা মাথা থেকে বেরিয়ে যায়। পোশাক, ব্যাগ, জুতা ইত্যাদি তো কেবল সাজের সরঞ্জাম। এদিকে ত্বকচর্চা, রূপচর্চা, কেশচর্চা আর স্বাস্থ্য ও মনের যত্ন নিতেও যে টাকা খরচ করতে হয়, সে বিষয়টি কারও অজানা আছে কি? আর বিশেষ করে যদি বলিউডের নামজাদা কোনো তারকা হন, তা হলে তো কোনো কথাই নেই।

অভিনেত্রী মালাইকা অরোরার রূপ আর সাজসজ্জার নেপথ্যে কত টাকা খরচ হতে পারে, তার আনুমানিক খরচ হিসাব করা যেতে পারে। এই যেমন—

জিম খরচ

প্রতিদিন নিয়ম করে জিমে যান মালাইকা অরোরা। বলিউড তারকাদের উপযুক্ত জিমের খরচ বছরে এক থেকে দেড় লাখ টাকা কিংবা তার বেশি। যদি ব্যক্তিগত প্রশিক্ষকের সাহায্য নেন, তা হলে এই অঙ্কটি আরও বেড়ে যায়।

যোগাসন খরচ

যোগাসন করার জন্য বিশেষ সংস্থায় যেতে হতে পারে অথবা ব্যক্তিগত প্রশিক্ষকের সাহায্য নিতে হতে পারে। তবে মালাইকা পছন্দ করেন অ্যারিয়াল যোগাসন। এটি অভ্যাসের জন্য তাকে বিশেষ ব্যবস্থা নিতেই হয়। সে ক্ষেত্রে বছরে খরচ পড়ে দেড় থেকে দুই লাখ টাকা।

খাওয়া-দাওয়ার খরচ

জাঙ্কফুড নয়, ফাস্টফুড নয়; ঘরের খাবারই মালাইকার মতো তারকাদের খাদ্যতালিকায় স্থান পায়। কিন্তু পুষ্টিবিদের তালিকা মেনে খাওয়া-দাওয়া করলে তার খরচ আকাশছোঁয়া। মধ্যবিত্তের পক্ষে সে ধরনের খাদ্যাভ্যাসের সঙ্গে তাল মেলানো অত সহজ নয়। বছরে ৬০ হাজার থেকে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়।

মেকআপ ত্বকচর্চার খরচ

‘লা মের’ বা ‘ববি ব্রাউন’-এর মতো ব্র্যান্ডের ভক্ত মালাইকা। মেকআপ ও ত্বকচর্চার সরঞ্জাম কেনার ব্যাপারে বেশ সচেতন তিনি। আর তাতেই বছরে পকেট থেকে বেরিয়ে যায় প্রায় এক থেকে দুই লাখ টাকা।

কেশচর্চার খরচ

কেশচর্চার জন্য ঘরোয়া টোটকা ব্যবহার করেন মালাইকা। কিন্তু তারপরও নামিদামি পার্লারে তো যেতেই হয়। নানা ধরনের ট্রিটমেন্ট করাতে হয়। তাই বছরে ৬০ হাজার থেকে এক লাখ টাকা খরচ তো হয়ই।

পোশাক খরচ

অভিনেত্রী মাইলাকার জামাকাপড়ের খরচ ছাপিয়ে যায় বাকি সব কিছুকেই। বিখ্যাত পোশাকশিল্পীদের বানানো জামাকাপড়ে ভর্তি অভিনেত্রীর ক্লোজেট। একেকটি পোশাকের দামই হবে পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা।

সাজ-সরঞ্জাম

কেবল পোশাকেই না, প্রয়োজন মানানসই ব্যাগ থেকে মানানসই জুতা। এ ছাড়া গলার হার, কানের দুল, আংটি, কোমরের বেল্টসহ আরও কত কী। এতে বছরে খরচ চার থেকে পাঁচ লাখ টাকা।

সবকিছু মিলিয়ে বার্ষিক খরচ যোগ করলে আনুমানিক যে অঙ্কটি মেলে, তা মধ্যবিত্ত কেন, উচ্চমধ্যবিত্তদের পক্ষেও খরচ করা সম্ভব নয়। তবে পর্দার সামনে আসতে হলে এই খরচ করতেই হয় বলে দাবি করেন অনেক শিল্পী। তবে সেখানেও নির্ভর করে, শিল্পীর বার্ষিক আয়, তার পরিবারের আয় ইত্যাদির পরিস্থিতি কেমন, তার ওপর নির্ভর করে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ