পশ্চিম বাংলার সুন্দরী আর সিঙ্গেল অভিনেত্রী মিমি চক্রবর্তীর আবেদনময় সৌন্দর্যে মজে থাকেন সবাই–ই। প্রায়ই তাঁকে আমরা দেখি নানা আকর্ষণীয় পোশাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে। মিমির চমৎকার ফিগারে সবকিছুই মানিয়ে যায় খুব। তবে পশ্চিমা পোশাকে তাঁর সাম্প্রতিক লুকগুলো সত্যিই খুব আবেদনময়। চলুন দেখে আসি ছবিগুলো।
সাদা স্টোন বসানো লাল ডিপনেক ক্রপটপের সঙ্গে ডুয়েল টোনের হাইওয়েস্ট প্যান্টে নায়িকা।
সফট কার্ল হেয়াস্টাইল আর লাল লিপস্টিক তাঁর ঠোঁটে। লেন্স পরা চোখ এঁকেছেন কালো আইলাইনারে। আর সাজ পূর্ণ করেছে এক জোড়া মুক্তার দুল।
বেশ স্টাইলিশ আর অভিজাত সাজে নজর কাড়ছেন মিমি। পরনে বেবি পিংক স্যুট। বিশেষ নজর কাড়ছে পাথর আর মুক্তা বসানো কোরসেট টপ। আর পায়ে পরেছেন ম্যাচিং হিল।
পোশাকের সঙ্গে মিলিয়ে মানানসই মেকআপ আর সাদা পাথরের অলংকার পরেছেন মিমি।
সুইটহার্ট নেকের কোরসেট গাউনে অন্য রকম আমেজে ধরা দিয়েছেন নায়িকা। হাতে পরা রাইনস্টোন বসানো মেশ গ্লাভস।
আউটফিটের সঙ্গে এই লুকে ন্যুড মেকআপ করেছেন তিনি। তবে আকর্ষণ কাড়ছে গ্লিটারি আইশ্যাডো আর কালো আইলাইনার দেওয়া চোখের সাজ। আর কানে পরেছেন স্টেটমেন্ট দুল।
বিখ্যাত স্প্যানিশ ব্র্যান্ড জারার ওয়ান শোল্ডার জিপ ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন মিমি।
কমলা রঙের এই ড্রেসের সঙ্গে করেছেন সফট কার্ল হেয়ারস্টাইল। ম্যাট ফিনিশ মেকআপ লুকের সঙ্গে কানে শোভা বাড়িয়েছে মুক্তার দুল।
সূত্র: হাল ফ্যাশন