সর্বশেষ
জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ
৪ দিনের রিমান্ডে মমতাজ
জেট ফুয়েলের দাম কমলো
টেকসই ও কার্যকরী হলে মানবিক করিডরের উদ্যোগ ভালো: জাপান রাষ্ট্রদূত
প্রেমিককে কাছে পেতে শ্রাবন্তী-কৌশানীর কোমর বেঁধে ঝগড়া!
রাতের আঁধারে অধ্যাদেশ জারির প্রতিবাদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
সচিবালয়ের ভেতরে থাকা ফ্যাসিস্টের দোসরদের অবসরে পাঠানোর দাবি
অবসর ঘোষণার পরই বৃন্দাবনে হাজির কোহলি, নিলেন গুরুর আশির্বাদ
শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী
গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন
মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট
দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ গাজার ২১ লাখ বাসিন্দা
অতিরিক্ত দামে নিজের জমি বিক্রি করতে বাগিয়ে নেন ৪৪ কোটি টাকার প্রকল্প
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের
রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড

নেইমারের বিলাসবহুল গাড়ির সংগ্রহে নতুন সদস্য, জেনে নিন দামসহ অন্যান্য তথ্য

স্পোর্টস ডেস্ক

বিলাসবহুল গাড়ির প্রতি নেইমারের প্রেমটা পুরোনো। বিভিন্ন সময় দামি গাড়ি কিনে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। তবে একের পর এক গাড়িও কিনেও যেন ক্লান্ত নন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি আবারও নতুন গাড়ি কিনে আলোচনায় এসেছেন সান্তোস ফরোয়ার্ড।

নেইমারের সংগ্রহে নতুন করে যুক্ত হওয়া গাড়িটি হচ্ছে পোরশে ৯১১ জিটি৩ আরএস। এই গাড়ির দাম ২ লাখ ৪১ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। ফর্মুলা ওয়ানে যে ধরনের গাড়ি দেখা যায়, তেমন প্রযুক্তি ব্যবহার করেই বানানো হয়েছে এই মডেলের গাড়িগুলো।

নেইমারের নতুন কেনা এই পোরশে মাত্র ৩.২ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত তুলতে পারে। মূলত ৫২৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের কারণেই এটি সম্ভব। প্রস্তুতকারক কোম্পানির মতে, গাড়িটির রয়েছে ‘সক্রিয় অ্যারোডাইনামিকস (যা গাড়ির গতি, স্থিতিশীলতা ও জ্বালানি দক্ষতার ওপর প্রভাব ফেলে), উচ্চ ডাউনফোর্স এবং একটি হালকা ও সুনির্দিষ্ট গঠন।’

এই গাড়ির বিশেষত্ব নিয়ে প্রস্তুতকারক কোম্পানিটি আরও বলেছে, ‘৯১১ জিটি৩ আরএস একটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন স্পোর্টস কার। এটি রেস ট্র্যাকে তার পূর্ণ সক্ষমতা প্রদর্শন করে এবং একই সঙ্গে সড়কে চলার উপযোগীও বটে।

তবে আগেই বলা হয়েছে, এটি মূলত নেইমারের বিলাসবহুল অসংখ্য কারের একটি। নতুন কেনা পোরশে ব্র্যান্ডের এই গাড়ি ছাড়াও নেইমারে সংগ্রহে আছে মার্সিডিস ক্লাস জি (যার দাম ১ লাখ ৬৩ হাজার ডলার), বেন্টলি কন্টিনেন্টাল জিটি (দাম প্রায় ৩ লাখ ডলার), লাম্বোরগিনি হুরাকান এসটিও (দাম ৩ লাখ ৪৯ হাজার ডলার), অ্যাস্টন মার্টিন ডিবিএক্স (২ লাখ ৫৬ হাজার ডলার) এবং রেঞ্জ রোভার ফার্স্ট এডিশন (১ লাখ ৬০ হাজার ডলার)।

বিলাসবহুল দামি গাড়িগুলোর বেশির ভাগই নেইমার অবশ্য ব্রাজিলের রাস্তায় ব্যবহার করতে পারেন না। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক সংবাদে জানা গেছে, ব্রাজিলের আইনে ব্যবহৃত গাড়ি আমদানির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। দেশীয় অটোমোটিভ শিল্পকে সুরক্ষা দেওয়া এবং অন্যায্য প্রতিযোগিতা প্রতিরোধ করার জন্যই মূলত এই আইন। কেবল যেসব গাড়ির বয়স ৩০ বছরের বেশি এবং যেগুলো সংগ্রহযোগ্য হিসেবে বিবেচিত হয়, সেগুলোই দেশটিতে আমদানি করা যায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ