সর্বশেষ
জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ
৪ দিনের রিমান্ডে মমতাজ
জেট ফুয়েলের দাম কমলো
টেকসই ও কার্যকরী হলে মানবিক করিডরের উদ্যোগ ভালো: জাপান রাষ্ট্রদূত
প্রেমিককে কাছে পেতে শ্রাবন্তী-কৌশানীর কোমর বেঁধে ঝগড়া!
রাতের আঁধারে অধ্যাদেশ জারির প্রতিবাদ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের
সচিবালয়ের ভেতরে থাকা ফ্যাসিস্টের দোসরদের অবসরে পাঠানোর দাবি
অবসর ঘোষণার পরই বৃন্দাবনে হাজির কোহলি, নিলেন গুরুর আশির্বাদ
শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী
গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন
মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট
দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ গাজার ২১ লাখ বাসিন্দা
অতিরিক্ত দামে নিজের জমি বিক্রি করতে বাগিয়ে নেন ৪৪ কোটি টাকার প্রকল্প
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের
রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড

রুপালি পর্দার যত আলোচিত মায়েরা

বিনোদন ডেস্ক

সন্তানের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসার অনুভূতি সব মায়েরই এক। পৃথিবীর সব একদিকে, সন্তান আরেক দিকে। হালফ্যাশনে আজকের আয়োজন দেশের তারকা মায়েদের নিয়ে। রঙিন দুনিয়ার এই মায়েরা তাঁদের ক্যারিয়ার আর সম্পর্ক—সবকিছু সামলে কিংবা পেছনে ফেলে সন্তানকে আগলে রেখেছেন সব ধরনের পরিস্থিতিতে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এই তারকারা আদরের সন্তানদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন। ঘুরতে যাওয়া, খুনসুটিময় সময় কাটানো আর মা-সন্তানের একই রকম ম্যাচিং পোশাকে ফ্রেমবন্দী হওয়ার মুহূর্তগুলো সত্যিই সুন্দর।

বুবলী ও বীর

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর সন্তান শেহজাদ খান বীর। বীর থাকে তার মায়ের সঙ্গেই। সোশ্যাল মিডিয়ার বদৌলতে খুদে বীরের ছবি আর ভিডিও দেখতে পান ভক্তরা। মায়ের সঙ্গে বীরের সখ্য বেশ সুন্দর। বুবলীকে প্রায়ই দেখা যায় সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে। মা-ছেলে একই রঙের পোশাক পরে পোজ দেন কখনো, কখনো জন্মদিনে কাটতে গিয়ে ফ্রেমবন্দী হন তাঁরা। সব মুহূর্তই মা হিসেবে বুবলী বেশ উপভোগ করেন।

পরীমনির দুই ডানা—রাজ্য ও প্রিয়ম

পরীমনির মা হয়ে ওঠার গল্পটা সবার জানা। মডেল, অভিনেতা শরীফুল রাজ ও পরীর একমাত্র সন্তান রাজ্য। তবে রাজ আর পরী আলাদা থাকলেও রাজ্যর সঙ্গে তার মা থাকেন সব সময়ই। ছোট্ট রাজ্যকে পরী ডাকেন ‘পদ্মফুল’ নামে। নায়িকার ব্যক্তিগত জীবনে টানাপোড়েন এলেও ছেলের গায়ে সেই আঁচ কোনোভাবেই লাগতে দেননি তিনি। শুটিং থাকলেও ছেলেকে কেন্দ্র করে তিনি শিডিউল সাজান। কারণ, অগ্রাধিকারে সন্তান। খোলা মনের পরী সবকিছুই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তবে এখন পরীর আরেকটি ডানা যুক্ত হয়েছে। গত বছর তিনি দত্তক নিয়েছেন কন্যাশিশু সাফিরা সুলতানা প্রিয়মকে। বলা যায়, দুই সন্তানের জন্য ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে উঠেছেন এই জনপ্রিয় নায়িকা । সোশ্যাল মিডিয়ার বদৌলতে ছেলে-মেয়ের সঙ্গে তাঁর খুনসুটিময় নানা সময়ের ভিডিও আর ছবি দেখা যায় প্রায়ই। বোঝাই যায়, তাদের পৃথিবীজুড়ে রয়েছেন মা পরী।

অপু ও জয়

চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস দম্পতির সন্তান আব্রাম খান জয়। শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আর বিচ্ছেদের পর সন্তান জয়কে নিয়েই নিজের জীবন সাজিয়েছেন অপু। শাকিব খান মাঝেমধ্যে সময় দিলেও অপুই ছোট থেকে এখন পর্যন্ত জয়ের সবকিছু দেখভাল করেন। সেই ছোট্ট জয় এখন অনেকটাই বড় হয়ে গেছে। মায়ের সঙ্গে অনেক ভিডিও আর ছবিতে দেখা যায় তাকে। সিনেমা দেখতে যাওয়া, দেশ–বিদেশ ঘুরে বেড়ানো, মজার মজার রান্না করে খাওয়ার মতো আপডেট আমরা অপুর ফেসবুক থেকেই জানতে পারি। সন্তানের প্রতি দায়িত্ব আর ভালোবাসা যে সবকিছুর ওপরে, এ কথা হাড়ে হাড়েই জানেন ঢালিউডের এই নায়িকা।

মাহিয়া মাহি ও ফারিশ

২০২১ সালে ব্যবসায়ী নেতা রকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২০২৩ সালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। ফারিশ নামেই ডাকেন তাকে মাহি। এই স্বামীর সঙ্গেও অভিনেত্রীর ঘর করা হয়নি। কিন্তু এসব টানাপোড়েন মাহিকে দমিয়ে রাখতে পারেনি। ছেলেকে নিয়ে দিব্যি আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় মা-ছেলের সুন্দর মুহূর্তগুলো। সময় পেলেই ছেলেকে সঙ্গে নিয়ে মাহি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন লংড্রাইভে কিংবা বিদেশভ্রমণে। ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যান। যদিও ফারিশ এখনো ছোট। কিন্তু মা তাকে তার প্রথম জন্মদিনে উপহার দিয়েছিল টুকটুকে লাল গাড়ি।

আজমেরী হক বাঁধন ও সায়রা

বিয়ের পিঁড়িতে বসলেও চার বছরের মাথায় সংসারের ইতি টানতে হয়েছিল লাক্স সুন্দরী বাঁধনকে। একমাত্র কন্যাসন্তান মিশেল আমানী সায়রাকে নিয়ে অনেক বছর লড়াই করে ‘পূর্ণ অভিভাবকত্ব’ পেয়েছেন বাঁধন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। একজন নারী চাইলে সব পারেন, সেটা বাঁধন প্রমাণ করে দিয়েছেন নানাভাবে। একদম ছোট বয়স থেকে এখন পর্যন্ত সায়রাকে চোখের আড়াল করেন না বাঁধন। মেয়েও জানে, তাকে কাছে রাখার জন্য তার লড়াকু মা সমাজ ও আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। সময় পেলেই মা-মেয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়ান, এমনকি কাজের শিডিউলও মেয়েকে ঘিরেই করেন বাঁধন। আসলে মেয়ের জন্যই সবকিছু তাঁর। ফেসবুকে ছোট্ট সায়রার সঙ্গে ম্যাচিং সাজ-পোশাকে মা বাঁধনের ছবি অনেক আগে থেকেই ভাইরাল। সে সময় বিভিন্ন অনুষ্ঠান কিংবা ফটোশুটে মা-মেয়ের এই জুটির ছবি দেখা যেত। সায়রা এখন বড় হচ্ছে। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে মা-মেয়ের একই রকম আউটফিট দেখে মুগ্ধ হন ভক্তরা।

রাফিয়াত রশিদ মিথিলা ও আয়রা

অভিনেত্রী খেতাবে বেশি পরিচিত হলেও মিথিলার ঝুলিতে গায়িকা আর উন্নয়নকর্মীর মতো অনেক পরিচয় রয়েছে। তবে তাঁর কাছে নিঃসন্দেহে সবচেয়ে বড় পরিচয় হলো ‘আয়রার মা’। জনপ্রিয় গায়ক–অভিনেতা তাহসান খান ও মিথিলার একমাত্র সন্তান আয়রা তাহরিম খান। তাহসানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আয়রা ছোট থেকে মায়ের সঙ্গেই থাকে। তবে বাবার সঙ্গেও রয়েছে সমান সখ্য। কিন্তু সন্তানের জন্য মায়ের পরিপূরক যেন আর কিছুই হয় না। তাই তো এতগুলো পেশা সামলে মেয়ের জন্য আলাদা সময় রাখেন মিথিলা। গান করা, ছবি আঁকা এমনকি সময় পেলেই দেশ-বিদেশে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ায় আনন্দ খুঁজে পান মা-মেয়ে। এমনকি মেয়েকে নিয়ে ইতিমধ্যে ‘তানজানিয়ার দ্বীপে’ নামের ভ্রমণবিষয়ক বইও লিখেছেন মিথিলা। যেখানে আয়রা আর তার মায়ের অভিযান নিয়ে লেখা হয়েছে।

দিলরুবা দোয়েল

সিঙ্গেল মাদারের ট্যাগ নিয়েই বিনোদন অঙ্গনে যাত্রা হয়েছিল দিলরুবা হোসেন দোয়েলের। অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি এই অভিনেত্রীর একটা আলাদা জগৎ আছে, যার নাম মাশরিক। উচ্চমাধ্যমিক পড়ার সময় পালিয়ে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু সংসার সুখের হয়নি। এরপর অন্তঃসত্ত্বা হওয়া, সন্তান জন্মদান আর এখনো ছেলেকে আগলে রাখা—পুরোটাই সামলাচ্ছেন একা । সোশ্যাল মিডিয়ার বদৌলতে মা-ছেলের নানা মুহূর্তের ছবি আমরা দেখতে পাই।

ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: হাল ফ্যাশন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ