সর্বশেষ
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
‘অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন’ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল
আওয়ামী লীগ নেতাদের নাম দিয়ে শাহবাগে গরু-ছাগল জবাই
বিদেশে চিকিৎসার জন্য যে পরিমাণ ডলার নেওয়া যাবে
রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের শ্রম সংস্কারের অগ্রগতি জানালেন লুৎফে সিদ্দিকী
হাসিনার দুঃস্বপ্নই কাল হলো আওয়ামী লীগের
১৭ ও ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে
বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম
নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল পিকেকে
‘কোহলির অবসর’ নিয়ে যা বললেন লিটন দাস
‘আবদুল হামিদের জন্য আমার পরিবারকে বিবেচনা করা ভুল সিদ্ধান্ত’
আ. লীগ-জাপাসহ ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ
কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?
বিলাসবহুল উড়োজাহাজে যেসব সুবিধা পাবেন ট্রাম্প
প্রচণ্ড মন খারাপেও অভিনেত্রীদের হাসিমুখে থাকতে হয়: সামান্থা

কোহলির যত ‘বিরাট’ কীর্তি

স্পোর্টস ডেস্ক

‘#২৬৯ সাইনিং অফ’—তিন শব্দে দীর্ঘ ১৪ বছরের গল্প ঠাসা। সেই গল্পের শুরু থেকে শেষটার কাহিনী শুনিয়েছেন বিরাট কোহলি। সাদা পোশাকের ক্রিকেটকে হৃদয়ে রেখে নিয়েছেন কঠিন এক সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না কোহলিকে। তবে কিং কোহলি এই ফরম্যাটে এত কিছু করেছেন যা তাকে তার নামের মতো ‘বিরাট’ বানিয়েছে।

  • ১৪ বছর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেট খেলেছে। এরমাঝে শত রেকর্ড আছে কোহলির নামে। কারওটা ভেঙে গড়েছেন, কোথাও কোহলি আবার একাই সর্বেসর্বা। সেই সব কীর্তির কয়েকটি থাকছে এই প্রতিবেদনে—
  • ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশিবার এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক টেস্ট রান কোহলির দখলে। বিরাট রেকর্ড কোহলি গড়েছেন ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে।
  • ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন কোহলি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান করেন কোহলি।
  • ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি ২০টি সেঞ্চুরি কোহলির। টেস্টে নেতৃত্ব দিতে নেমে আর কোনও ভারতীয় ক্রিকেটার এতসেঞ্চুরি করেননি।
  • ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি রান সংগ্রহ কোহলির। তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে সাকুল্যে ৫৮৬৪ রান সংগ্রহ করেছেন।
  • টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি কোহলির। টেস্ট ক্রিকেটে কোহলির ঝুলিতে ৭টি দ্বিশতরান। ক্যাপ্টেন হিসেবেও টেস্টে সব থেকে বেশি দ্বিশতরান করেছেন বিরাট কোহলি। তিনি দেশকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে মোট ৬টি ডাবল সেঞ্চুরি করেন।
  • ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে কোহলির দখলে। বিরাটের নেতৃত্বে ভারতীয় দল মোট ৪০টি টেস্টে জয় তুলে নেয়।
  • টেস্টে টানা চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছন বিরাট। ২০১৮ সালে ৯৩৭ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন।
  • এশিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েন বিরাট কোহলি (২০১৮-১৯)। ক্যাপ্টেন হিসেবে একটানা সব থেকে বেশি ৯টি টেস্ট সিরিজ জয়ের বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে।
  • ভারতীয় ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বেশি ৭টি টেস্ট সেঞ্চুরি করেন কোহলি।

১২৩টি টেস্ট খেলে ৯২৩০ রান করেছেন কোহলি। ১০ হাজার রানের থেকে মাত্র ৭৭০ রান আগেই থামলেন। ৪৬.৮৫ গড়ে ব্যাট করে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। বিশ্বের চতুর্থ সফলতম টেস্ট অধিনায়ক বিরাট। গ্রেম স্মিথ (৫৩টি জয়), রিকি পন্টিং (৪৮টি জয়) এবং স্টিভ ওয়া (৪১টি জয়)-র ঠিক পরেই।

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ