কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়োজাহাজ (বোয়িং জেট) উপহার হিসেবে নেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে তিনি এয়ারফোর্স ওয়ান (প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ) হিসেবে ব্যবহার করবেন এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য রেখে দিতে চান।
গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যমে বিষয়টি উঠে এসেছে। এবিসি নিউজ এক প্রতিবেদনে উড়োজাহাজটিকে ‘উড়ন্ত প্রাসাদ’ অভিহিত করেছে। এবিসি নিউজ জানায়, বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে চলেছে।
অত্যাধুনিক এই বিমানে রয়েছে—একটি বিলাসবহুল আপার ডেক লাউঞ্জ, মাস্টার বেডরুম, একটি ক্লাব-স্টাইল সিটিং এরিয়া এবং একটি নিরিবিলি ব্যক্তিগত অফিস।
অত্যাধুনিক এই বিমানে রয়েছে—একটি বিলাসবহুল আপার ডেক লাউঞ্জ, মাস্টার বেডরুম, একটি ক্লাব-স্টাইল সিটিং এরিয়া এবং একটি নিরিবিলি ব্যক্তিগত অফিস। ‘আকাশের রাজপ্রাসাদ’ খ্যাত এই জেটটি প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাম বিচে অবস্থানকালে পরিদর্শন করেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে এই বিমানটিতে বেশ কিছু প্রযুক্তিগত এবং নিরাপত্তামূলক পরিবর্তন আনতে হবে। নিরাপত্তা সংক্রান্ত প্রটোকল অনুযায়ী, যেকোনো প্রেসিডেন্সিয়াল বিমানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিশেষ প্রযুক্তিগত সংযোজন বাধ্যতামূলক।
বিশ্লেষকেরা বলছেন, বোয়িং ৭৪৭-৮ জাম্বো জেটটি বছর দশকের পুরোনো। এটির বাজারমূল্য ৪০ কোটি ডলার। এবিসি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহে কাতারসহ মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন। এ সফর চলাকালে উড়োজাহাজের বিষয়ে পরিকল্পনা ঘোষণা করা হবে।
সূত্র: যুগান্তর