শতকরা ৮০ থেকে ৯০ ভাগ রোগীর ক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত হওয়ার কারণ জানা যায় না। নাক দিয়ে রক্তপাত যেকোনো বয়সে হতে পারে। সাধারণত বয়স্ক ব্যক্তিদের উচ্চ রক্তচাপ, টিউমার, অথবা ক্যানসার হলে নাক দিয়ে রক্তপাত হয়ে থাকে। এটি নাকের এক পাশ দিয়ে অথবা উভয় পাশ দিয়ে হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে-
– নাকের আঘাতজনিত কারণে রক্ত পড়তে পারে।
– অপারেশনজনিত
– নাকের সর্দি, সাইনোসাইটিস
– নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন-এট্রফিক রাইনাইটিস, রাইনসপোরিডিওসিস।
– নাকের ভেতর টিউমার।
– নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা।
– নাকের মাঝখানের পর্দায় ছিদ্র ইত্যাদি।
সাধারণ কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন-
– ওষুধ (এসপিরিস/ওয়ারফেরিন জাতীয়)।
– উচ্চরক্তচাপ।
– রক্তনালির কিছু জন্মগত ত্রুটি।
– পিরিয়ডের সময় এবং গর্ভাবস্থায়।
– জন্ডিস বা লিভারের প্রদাহ, লিভার সিরোসিস।
করণীয় কী?
হঠাৎ নাক দিয়ে রক্তক্ষরণ হলে আতঙ্কিত হবেন না। বসে সামনের দিকে মাথা ঝুঁকে থাকুন। বরফের টুকরো কাপড়ে জড়িয়ে নাক ও কপালে ঠান্ডা ছ্যাঁক দিন। নাকের সামনের নরম অংশ দুই আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরুন এবং কমপক্ষে ৫ মিনিট ধরে রাখুন। নাকের সামনের দিক থেকে রক্তপাত হলে খুব দ্রুত তা বন্ধ করা যায় কিন্তু পেছন বা ভেতরের দিক থেকে রক্তপাত হলে বহুক্ষেত্রে তা বন্ধ করতে অনেক সময় লাগে। কিছু ক্ষেত্রে রক্তের বিভিন্ন পরীক্ষা, এক্স-রে, সিটিস্ক্যান, নাকের এন্ডোস্কপির দরকার পড়ে।