বরাবরই স্পষ্টবাদী জাভেদ আখতার। তিনি এমন কিছু বিষয় নিয়েও কথা বলেন, যা নিয়ে সেলিব্রিটিরা সাধারণত খুব কমই কথা বলতে পছন্দ করেন। সেই জাভেদ আখতারকে কখনও দেখা গিয়েছে সেলিব্রিটিদের বিরুদ্ধে কথা বলতে। আবার কখনও প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও কথা বলেছেন। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে জাভেদকে জিজ্ঞেস করা হয়েছিল, বলিউড তারকারা কেন সরকারের বিরুদ্ধে কথা বলেন না?
জবাবে জাভেদ বলেছেন, ‘আপনারা কি সত্যিটা জানতে চান? হয়তো কল্পনাও করতে পারবেন না কেন এমনটা হয়। আসলে তারা তো খুব বিখ্যাত, কিন্তু ব্যাপারটা হলো তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয়। পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন মধ্যবিত্ত শিল্পপতির পকেটে। যাদের টাকা আছে, তারা কেউ কি কথা বলবেন? জানেন কি কেন কথা বলবেন না?’
এই প্রসঙ্গে তাকে ইউটিউবার পাল্টা প্রশ্ন করেন, ইডির ভয়েই কি এই সিদ্ধান্ত? আপনি কি এটাই বোঝাতে চাইছেন? এই প্রসঙ্গে হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। জাভেদের কথায়, ‘মেরিল স্ট্রিপও আমেরিকায় অস্কারের মঞ্চে দাঁড়িয়ে সরকার বিরোধী কথা বলেছিলেন। তারপরও অভিনেত্রীর বাড়িতে কোনও আয়কর হানা হয়নি। তা হলে আমাদের দেশের অভিনেতাদের ক্ষেত্রে এই ভয় সত্যি কি না, আমি কেন এই বিতর্কে যাব?’
জাভেদের মতে, যদি কারও মনে এই ধারণা, এই ভয় থাকে, তা হলে তিনি ইডি, সিবিআই, আয়কর দপ্তরের অভিযানেরও ভয় পাবেন। বারবার মনে হবে তার ফাইলগুলো যদি প্রকাশ্যে চলে আসে। যদি তার বিরুদ্ধে তদন্ত করা হয়। জাভেদের কথায়, ‘তারা হয়তো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ঠিকই, কিন্তু এই সমাজের জন্য কোনও কাজ করতে রাজি নন।’