মধ্যরাতে অধ্যাদেশ জারি করে বিলুপ্ত করা হয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ক্ষুব্ধ কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তারা। তারা বলছেন, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে এই অধ্যাদেশ জারীর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। যেখানে অংশ নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
যদিও এনবিআর ভাঙার কারণ হিসেবে সরকার বলছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো কর নীতিনির্ধারণ এবং কর প্রশাসনের মধ্যে পরিষ্কার বিভাজন সৃষ্টি করা, যাতে দক্ষতা বাড়ে, স্বার্থের সংঘাত হ্রাস পায় এবং দেশের করভিত্তি সম্প্রসারিত হয়।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কিছু নেই। তাদের মতামত নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন পলিসি বিভাগ তাদের কাজ করবে। এনবিআর এর কাজ হলো বাস্তবায়ন করা।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর