দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফার ৭৫তম কংগ্রেস। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ফিফা সদস্যপদ লাভের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই কংগ্রেসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে অংশ নেওয়ার কথা ছিল সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের।
তবে নির্ধারিত সময় অনুযায়ী সোমবার (১৩ মে) ভোররাতে অন্যরা প্যারাগুয়ের উদ্দেশে ফ্লাইট ধরলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান মাহফুজা আক্তার কিরণ। বিষয়টি দুপুরের পর থেকেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দেয়। ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় রহস্য আরও ঘনীভূত হয়।
ফেডারেশনের একাধিক কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। ফিফা ও এএফসির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একজন কর্মকর্তা কেন যেতে পারলেন না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, মাহফুজা আক্তার কিরণ পূর্বে ফিফা কাউন্সিল সদস্য ছিলেন এবং বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মালয়েশিয়ায় এএফসি এবং শ্রীলঙ্কায় সাফ কংগ্রেসে তার উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তাই প্যারাগুয়ের ফিফা কংগ্রেসে তার অনুপস্থিতি নিয়ে গুঞ্জন ছড়িয়েছে ফুটবলপাড়ায়।
ফিফার মতো বিশ্বসংস্থার সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একজন কর্মকর্তার হঠাৎ করে না যাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে বাফুফে ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসা আরও প্রশ্নের জন্ম দিচ্ছে।