বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে হাজির হন অদ্ভুত সাজপোশাকে। এবারও সেদিক দিয়ে হতাশ করেন নি তিনি কাউকেই। নিজের সিনেমার প্রিমিয়ার হচ্ছে এই উতসবে। আর সেই সুযোগে আবারও আলোচনায় উঠে এলেন উর্বশী। পরনে যথারীতি আক্ষরিক অর্থেই চোখধাঁধানো পোশাক। নানা রঙে ঠাসা গাউনের সঙ্গে চড়া মেকআপ আর নাটকীয় মুকুটেই শেষ হয় নি এই লুক। হাতে রেখেছেন উর্বশী এক ক্রিস্টালের তোতাপাখি ক্লাচ যার দাম শুনে অবাক হচ্ছেন সবাই। ফ্যাশন ক্রিটিক ডাইয়েট সব্য এর সূত্র অনুযায়ী এই অদুত অনুষঙ্গের দাম সাড়ে পাঁচ লাখ টাকা।
উর্বশী রাউতেলার রংচঙে পেপ্লাম গাউনে স্ট্রাপলেস ডিজাইন।
কোমরে ফ্লেয়ার দেওয়া বডিকন ডিজাইনের স্কার্টের মতো নেমে গিইয়েছে গাউনটি। তবে এবারের ড্রেসকোদের কারণে নাটকীয় লম্বা ট্রেইন রাখা যায় নি এতে।
ড্র্যাগ কুইন বা কার্নিভ্যাল স্টাইলের চোখের সাজে পুরো মেকআপই বেশ চড়া
ম্যাচিং দুল আর মুকুটের নানা বর্ণের পাথরে চোখ ঝলসে যাওয়ার অবস্থা সকলের। আর এই মুকুট বা টিয়ারাটিও একটু বেশিই নাটকীয় লাগছে
সবচেয়ে বেশি নজর কাড়ছে হাতের তোতাপাখি ক্লাচ
সাড়ে পাঁচ লাখ টাকা নাকি এই ক্লাচের দাম। ফ্যাশন ক্রিটিক ডায়েট সব্য তাই বলছেন।
ছবি: ইন্সটাগ্রাম