অনেক কথাই ঘুরছে—রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরে কেউ কেউ আঙুল তুলছেন গৌতম গম্ভীরের দিকে। কেউ বলছেন, কোচের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সম্পর্ক ভালো ছিল না। সেই কারণেই নাকি ড্রেসিংরুমে উত্তেজনা। খোলাখুলি না বললেও বিষয়টি বেশ কয়েকবার সামনে এসেছে। ভারতের একাধিক গণমাধ্যম এবার জানিয়েছেন নেপথ্য।
দেশটির ভাষ্কর নামের একটি পত্রিকা দাবি করছে, ফুটবল ক্লাবে কোচের যেমন ভূমিকা ঠিক তেমন চান গম্ভীর। ভারত দলের পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার কথাও তিনি বলেছেন। গণমাধ্যমের খবর, ইতোমধ্যে বিসিসিআইকে বিষয়টি জানিয়েও দিয়েছেন।
গম্ভীর চান পূর্ণ নিয়ন্ত্রণ। দলে কে থাকবে, কাকে বাদ দেবে বা বাজিয়ে দেখবে, কে হবেন অধিনায়ক, কেইবা সহ অধিনায়ক—সব ঠিক করতে চান তিনি একাই। এখানে অধিনায়ক কিংবা সিনিয়রদের পরামর্শ নিতে চান না।
মোদ্দাকথা, গম্ভীর চান পূর্ণ নিয়ন্ত্রণ। দলে কে থাকবে, কাকে বাদ দেবে বা বাজিয়ে দেখবে, কে হবেন অধিনায়ক, কেইবা সহ অধিনায়ক—সব ঠিক করতে চান তিনি একাই। এখানে অধিনায়ক কিংবা সিনিয়রদের পরামর্শ নিতে চান না। ভারত কোচের চাওয়া, মত প্রকাশ করতে পারবে ক্রিকেটাররা, তবে সিদ্ধান্ত বা অনুরোধ করতে পারবেন না। গম্ভীরকে এই ক্ষমতা দেওয়ার ব্যাপারে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি রোহিত-কোহিলদের বোর্ড।
তবে বোর্ডের সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্টার কালচার পুরোপুরি মুছে ফেলতে চান গম্ভীর। ভারত দলের দায়িত্ব নেওয়ার পরই তিনি এই ঘোষণা দিয়েছেন বলে খবর। এতদিন পর এসে সফল হলেন। রোহিত বা কোহলি নেই, জাসপ্রীত বুমরাহও আছেন চোটে। হার্দিক পান্ডিয়া বা মোহাম্মদ শামিও আছেন চাপে। পুরো মাঠ ফাঁকা গম্ভীরের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘এতদিনে গম্ভীর যুগের সূচনা হতে চলেছে। উনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের নতুন চক্রে তরুণ ক্রিকেটারদের দলে চাই। ভারতীয় টেস্ট দলের সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ সম্পর্কে গম্ভীর কী চিন্তাভাবনা করছেন, সেটা সকলেই খুব ভাল করে জানতেন। দলের মুখ্য নির্বাচক অজিত আগরকরও এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল।’
তার মানে, সবটাই যেন পরিকল্পনার অংশ। মুম্বাইতে মিটিংয়ে রোহিতকে ডেকে ভবিষৎ বলে দেওয়া, কোহলিকে নির্দেশনা দেওয়া এবং নতুন আর তরুণ অধিনায়ক খোঁজা—এসবই গম্ভীরের পরিকল্পনার অংশ!
সূত্র: যুগান্তর