ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মানের মিষ্টি হাসি আর সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সেরও তারিফ করেন। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন অভিনেত্রী। তবে সম্প্রতি শেয়ার করা লাল শাড়ির ছবিগুলো যেন সব লুক থেকে আলাদা। ষাটের দশকের সাজ মানেই অন্যরকম চার্ম। সেই সময়েই যেন ফিরিয়ে নিয়ে গেলেন সাদিয়া আয়মান তাঁর লাল শাড়ির লুকে।
সোনালি বর্ডার দেওয়া লাল শাড়ির সঙ্গে ফুলস্লিভ লাল ব্লাউজ জুটি হয়েছে । সাদা পাথরের জমকালো গয়না পরেছেন সঙ্গে
দেশের সুপরিচিত সৌন্দর্য সদন জাহিদ খান ব্রাইডাল মেকওভার থেকে সেজেছেন অভিনেত্রী। তাঁর নজরকাড়া মিনিমাল মেকআপ আর সাবেকি হেয়ারস্টাইলে প্রকাশ পেয়েছে ষাট দশকের সাজের অনুপ্রেরণা । চুলে গোঁজা গোলাপটাও আলাদা আবেদন এনেছে
ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে নতুন ওয়েবসিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। যেখানে দেখা যাবে সাদিয়া আয়মানকে। এ উপলক্ষ্যে একটি ইভেন্টে তিনি বেছে নিয়েছেন এই লাল শাড়ির লুক