সর্বশেষ
জনরোষের আগেই নির্বাচনের রোডম্যাপ দিন ফারুক NF NEWS
রোববার কলম বিরতিতে যাবেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
এক ঠিকানায় সব সেবা দিতে ‘নাগরিক সেবা’র উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু
ফ্রান্সে গড়ে উঠছে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান
সাবেক এমপি জেবুন্নেসা গ্রেফতার
গাজা দখলে এবার ইসরায়েলের নতুন অভিযান শুরু
পাকিস্তান সফর নিয়ে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
মতিঝিলে বহুতল ভবনে আগুন
কোন দাবি নিয়ে সামনে আসবে এনসিপি?
সন্ধ্যায় ইশরাকের জরুরি সংবাদ সম্মেলন
দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে: তানিয়া রব
ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন ধারণা দিলেন ড. ইউনূস
খুলনায় তারুণ্যের সমাবেশ শুরু
সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হসপিটালের চিকিৎসকরা তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই সময়ের মধ্যে তাকে বিমানে ভ্রমণ না করতেও পরামর্শ হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে ব্যাংককের হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি মহাসচিবের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে অপারেশনের পর তিনি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং দেশবাসীর দোয়ার ফলেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তাঁর ফ্লাই করা (বিমানভ্রমণ) নিষেধ। এ কারণে দেশে ফিরতে কিছুটা দেরি হচ্ছে বলেও জানান অধ্যাপক জাহিদ।

তিনি আরও বলেন, ‘চোখের অপারেশনের পর প্লেনের এয়ার প্রেসার ওঠানামা করার ফলে চোখে জটিলতা সৃষ্টি হতে পারে। সেটা এড়াতেই চিকিৎসকরা ফ্লাই করতে নিষেধ করেছেন। এখন উনি বিশ্রামে আছেন, নির্দিষ্ট কিছু পজিশন অনুসরণ করছেন, কালো গ্লাস পরিধান করছেন এবং তাঁর পাশে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমসহ নিকটাত্মীয়রা আছেন।’

অধ্যাপক জাহিদ জানান, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে মহাসচিবের চিকিৎসার খোঁজখবর রাখছেন।’

তিনি বলেন, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১৪ মে থাইল্যান্ডের রুটনিন আই হসপিটালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর পর থেকেই তিনি সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ