ফ্রান্সে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়িক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে ফ্রান্স সরকার যেমন রাজস্ব আয় করছে তেমনি প্রবাসী উদ্যোক্তাদের পাঠানো রেমিটেন্সে সচল হচ্ছে দেশের অর্থনীতির বাজার।
ফ্রান্সের রাজধানী প্যারিসের গার্দু নদে একাধিক ডিপার্টমেন্টাল স্টোর, আলীমন্তাসী, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, ল্যাপটপ শপ, মোবাইল মার্কেট, ফার্নিচার হাউজ, সুভিনিয়ার শপসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানায় এখন বাংলাদেশী প্রবাসীরা। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশীদের পাশাপাশি ফরাসীরাও কাজ করছে। শুধু রাজধানী প্যারিস নয়, ফ্রান্সের প্রধান শহর লিওন, মার্সাই, কান, তুলুজ, সেন্ট রাফায়েলসহ সর্বত্রই বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
একটা সময় প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা গুটিকয়েক হলেও বর্তমানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশির সংখ্যা ৬০ হাজারের বেশি ছাড়িয়ে গেছে বলে ধারণা করছেন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিগণ।
ব্যবসার পরিধি বৃদ্ধির পাশাপাশি পেশাদারীত্বেও পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশীরা। সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ইত্যাদি ক্ষেত্রে অনেকেই সফলতার স্বাক্ষর রাখছেন। এমনকি ফরাসী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ, সেনাবাহিনীতেও বাংলাদেশীরা অত্যন্ত সুনামের সঙ্গে পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
অন্যদিকে আমদানি রপ্তানি ও দ্বিপাক্ষিক বাণিজ্যেও দুদেশের সম্পর্ক চোখে পড়ার মতো। গত বছর বাংলাদেশ পোশাক রপ্তানি হয়েছে প্রায় আড়াই বিলিয়ন ডলারের।
তুলুজ শহরে বসবাসরত সুনামগঞ্জের জলিল, কুমিল্লার মুরাদনগরের আলতাফ ও একই এলাকার আকছেদ প্রবাস জীবনের শুরুতে একটি রেষ্টুরেন্টের মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা ফ্রান্সে গড়ে তুলেছেন একাধিক সফল ব্যবসা প্রতিষ্ঠান।
মূলত সফলতার পথে ইচ্ছাশক্তি আর সুপরিকল্পনাই সবচেয়ে বড় সঙ্গী। প্রবাসজীবনের সূচনালগ্ন থেকেই অনেকেই লালন করেছে উদ্যোক্তা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কর্ম-সংসার, সংগ্রাম আর স্বপ্নের মাঝপথে হার না মানার মানসিকতা আজ তাদের পৌঁছে দিয়েছে কাঙ্ক্ষিত অবস্থানে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সফল উদ্যোক্তারা মনে করেন, সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। অনেকেই শূন্য থেকে শুরু করে নিজেদের প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন।
ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান মুখপাত্র ও ফরাসী গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের অভিবাসন বিষয়ক রিপোর্টার মোহাম্মদ আরিফ উল্লাহ বলেন, দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিতি ও প্রসারিত করা আমাদের নৈতিক দায়বদ্ধতা। সেই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের এই সাফল্য ব্যক্তির সফলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অনন্য ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।