অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিদেশি নাগরিক হিসেবে অবহিত করেছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন খলিলুর রহমান।
আজ রোববার (১৮ মে) বার্তা সংস্থা ইউএনবিকে তিনি জানান, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজের সাংবিধানিক অধিকার সর্বোচ্চ পর্যায়ে প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছেন।
ইউএনবিকে তিনি বলেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার পূর্ণমাত্রায় প্রয়োগের জন্য প্রস্তুত।’
সালাহউদ্দিন আহমেদের অভিযোগের প্রেক্ষিতে তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ প্রমাণ করার দায়িত্ব যিনি অভিযোগ করেছেন, তার ওপরই বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান বর্তমানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: নিউজ টোয়েন্টিফোর