সর্বশেষ
গরমে ভিজিয়ে রাখা কিশমিশ খেলে কী হয়?
এআই প্রযুক্তি: বিশ্বজুড়ে বাড়াচ্ছে সাইবার হামলার আশঙ্কা
ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন সাকিব
ইসলামী ব্যাংকিংয়ে আল্লাহভীতি ও জ্ঞানার্জনের গুরুত্ব
পুরুষের প্রাণঘাতী প্রোস্টেট ক্যানসার: লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি
কেশচর্চায় আমলকি
মোদির ছবিযুক্ত নেকলেস পরে কানের মঞ্চে ভারতীয় অভিনেত্রী
দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলার আহ্বান হাসনাতের
বাংলাদেশকে মানবিক করিডরের নামে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না: দুদু
ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে: বিএনপি
তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা
দুই ছাত্র উপদেষ্টার দ্রুত পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
স্ত্রী–সন্তানসহ প্রাণে বাঁচলেন বাপ্পা মজুমদার
অভিনেত্রী শাওনসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন আনচেলত্তি: রোনালদিনহো

২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পরেশকে আইনি নোটিশ, যা বললেন অক্ষয়ের আইনজীবী

অনলাইন ডেস্ক

প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ ২০০০ সালে বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়ার পর দ্বিতীয় কিস্তি আসে ২০০৬ সালে আসে— ‘ফির হেরা ফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর নির্মাণ হতে চলেছে তৃতীয় কিস্তি। তবে নির্মাতাদের তরফে এখন পর্যন্ত সিনেমা, গল্প কিংবা কাস্টিং নিয়ে কোনো ঘোষণা আসেনি। এর মধ্যেই জানালেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল— বাবু ভাইয়া আর তৃতীয় কিস্তিতে নেই।

এ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে ‘হেরা ফেরি থ্রি’-এর কলাকুশলীর তালিকার বিস্তর আলোচনা। এর আগের প্রতিটি সিনেমায় অভিনেতা পরেশ রাওয়ালের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু এর মধ্যেই অভিনেতা জানিয়ে দিয়েছেন তিনি এর তৃতীয় কিস্তিতে থাকছেন না। তবে এসবের মাঝেই হঠাৎ প্রকাশ্যে নতুন খবর—পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ।

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার তার প্রযোজনা সংস্থা কেপ অব গুড ফিল্মসের মাধ্যমে পরেশ রাওয়ালকে নাকি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। যেখানে অপেশাদারত্ব এবং সিনেমার শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়ার জন্য পরেশ রাওয়ালের কাছে ২৫ কোটি টাকা দাবি করা হয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে পরেশ জানিয়েছেন, তিনি তথাকথিত কমেডি সিনেমায় আর অভিনয় করছেন না। তিনি কমেডি ছেড়ে দিচ্ছেন। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করেননি অভিনেতা।

এদিকে অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল চলতি বছরের এপ্রিলে প্রিয়দর্শনের এ সিনেমার শুটিং শুরু করেছিলেন। অভিনয়ের পাশাপাশি অক্ষয় ‘হেরা ফেরি থ্রি’-এর প্রযোজকও বটে। তিনি ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে আইনত সিনেমার রাইটসও কিনেছেন বলে জানা গেছে।

তবে ‘হেরা ফেরি থ্রি’তে পরেশ যে আর থাকবেন না, এ কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি, যা শুনে রীতিমতো মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেতার ভক্ত-অনুরাগীদেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, সৃজনশীলতা বা অর্থনৈতিক কারণে এত বড় সিদ্ধান্ত নেননি তিনি।

সূত্রের খবর, সিনেমার জন্য তাকে স্বাভাবিক পারিশ্রমিকের চেয়েও তিনগুণ বেশি টাকা দেওয়া হচ্ছে। তবু সিনেমাটি করতে চাইছেন না অভিনেতা।

এদিকে আইনি পরামর্শদাতাদের একটি সূত্রের মতে, পরেশ পেশাগত সততা লঙ্ঘন করেছেন। যদি তিনি সিনেমাটি করতে রাজি না হন, তা হলে আইনি চুক্তিতে সই করার এবং শুটিংয়ে এত টাকা খরচ করার আগে তার বলা উচিত ছিল। তিনি বলেন, সময় এসেছে বলিউড অভিনেতাদেরও বুঝতে হবে যে, হলিউডের মতো এখানেও নির্মাতারা তাদের ইচ্ছামতো কাউকে সিনেমায় আসতে এবং যেতে দেবেন না।

অক্ষয় তার ক্যারিয়ারে এই প্রথম ইন্ডাস্ট্রির কোনো সহশিল্পীর বিরুদ্ধে অপেশাদার মনোভাবের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন। অন্যদিকে পরেশের ক্ষেত্রে যদিও বিষয়টি নতুন নয়। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড ২’ করতেও রাজি ছিলেন না। চিত্রনাট্য পছন্দ হয়নি বলে তিনি দাবি করেছিলেন।

উল্লেখ্য,  ‘হেরা ফেরি’ সিনেমায় রাজু, ঘনশ্যাম, আর বাবু ভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা ও কৈশোর। তাই ‘হেরা ফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরোনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবু ভাইয়া’। তিনি এবারের ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না।

একটি সূত্র জানায়, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই ফ্র্যাঞ্চাইজিতে অভিনেতা পরেশ রাওয়াল আর থাকছেন না। কী সেই মতভেদ, তা জানা না গেলেও ভক্তদের জন্য এ খবর একরকম হৃদয়ভাঙা।

 

অভিনেতা    পরেশ রাওয়ালের    অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ