পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে নারী ও শিশুসহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরের দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আটকদের মধ্যে ছয় জন নারী, দুইজন পুরুষ ও ১৩ জন শিশু। তারা সবাই বাংলাদেশি নাগরিক। ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাটের বিভিন্ন এলাকা থেকে আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। ২১ মে রাতে তাদের ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে হস্তান্তর করে। রাতেই টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। খবর পেয়ে ওই সীমান্তের জয়ধরভাঙা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটকদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বড়বাড়ি সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমাদের টহলদল তাদের আটক করে। পরে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ১৬ মে গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় নাউতারী, প্রধান পাড়া সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১১ জনকে পুশইন করে ভারতীয় বিএসএফ।
সূত্র: সমকাল
পুশইন বাংলাদেশি ভারত