সেই ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলার সাম্বার সেই চিরচেনা ছন্দ এখন খুঁজে পাওয়া দুষ্কর। বড় মঞ্চে একের পর এক ব্যর্থতায় ব্রাজিলের ভক্তরাও এখন হতাশ তা বলার অপেক্ষা রাখে না।
দলের যখন এই অবস্থা, তখন ক্লাব ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)।
আনচেলত্তির ব্রাজিলের ডাগআউটে যোগ দেয়া নিয়ে নানা জনে নানান কথা বলছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রাজিলের সবশেষ ২০০২ বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি রোনালদিনহো।
সম্প্রতি স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কাকে দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বর্তমান ফুটবল, বার্সেলোনা, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল ও আনচেলত্তির সেলেসাওদের কোচ হয়ে আসা নিয়েও কথা বলেছেন অকপটে।
সাক্ষাৎকারে রোনালদিনহোর কাছে জানতে চাওয়া হয়, আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে পছন্দ হয়েছে? জবাবে ৪৫ বছর বয়সী সাবেক এই উইঙ্গার বলেন, ‘খুবই পছন্দ। আমরা একসঙ্গে কাজ করেছি, ভালোভাবে জানি তাকে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) দারুণ সিদ্ধান্ত এটা। আমি আশাবাদী, ও বিশ্বকাপ এনে দিতে পারবে।’
৬৫ বছর বয়সী আনচেলত্তিকে নিয়ে অবশ্য বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিলো। যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকায় সে আলোচনাও থমকে যায়।
অবশেষে গত ১২ মে সিবিএফ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, প্রথম বিদেশি হিসেবে লাতিন আমেরিকার দেশটির কোচ হলেন আনচেলত্তি। আগামী ২৬ মে নতুন ভূমিকায় আনুষ্ঠানিক পথচলা শুরু হবে এই ইতালিয়ান কিংবদন্তির।
উল্লেখ্য, আগামী ৬ জুনে ইকুয়েডর ও ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে দলটি। হেক্সা মিশনে দল গোছানোই এখন আনচেলত্তির জন্য বড় চ্যালেঞ্জ। তার আগে দেশটির সাবেকদের থেকে প্রশংসা নিশ্চিতভাবেই অভিজ্ঞ এই কোচের কাজকে কিছুটা হলেও সহজ করে তুলবে।
বিশ্বকাপ ব্রাজিল ফুটবল