কান চলচ্চিত্র উৎসবে অভিষেক স্মরণীয় করে রাখতে অনেক মডেল, অভিনেত্রী আর সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বই বেছে নেন নজরকাড়া কিছু। তবে এবার সেই রেসে অনেককেই হারিয়ে দিলেন ভারতের উদীয়মান মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার। সাবেক মিস হরিয়ানা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি গলায় ঝুলিয়ে দেখা দিয়েছেন কান ডেব্যু করতে। আর সেজন্য তিনি এখন তুমুল আলোচনায়। ঝলমলে ব্রাইডাল লুক আর রাজস্থানী ট্র্যাডিশনাল গেট আপ ছাপিয়ে এখন শুধু এই মোদি নেকলেস নিয়েই কথা হচ্ছে রুচির কান লুকে।
কান-এ এমন ঝলমলে ব্রাইডাল সোনালি লেহেঙ্গায় দেখা দিয়েছেন রুচি গুজ্জার। সঙ্গে আছে ম্যাজেন্টা বর্ডার। ওড়নাটিও খুবই জমকালো।
ট্র্যাডিশনাল রাজস্থানী সাজে দেখা যাচ্ছে রুচিকে। মাথার বিশেষ ব্রাইডাল টিকলি আর হাতের বৈশিষ্ট্যপূর্ণ চুড়ির সারির সঙ্গে দেখা যাচ্ছে লাল আলতার সাজ।
তবে সবকিছু ছাপিয়েই তাঁর নেকলেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিই এখন আলোচনার কেন্দ্রে এই লুকে
ডিপনেক চোলির সঙ্গে এই গয়না নিয়ে আলোচনা সমালোচনা দুই-ই হচ্ছে
বলতেই হয়, ডেব্যুতেই হইচই বাঁধিয়ে দিয়েছেন রুচি কান চলচ্চিত্র উৎসবে
ভারতীয় সাজে, ভারতের প্রধানমন্ত্রীর প্রতি এই ট্রিবিউটকে নিজেই গর্বিত মুহূর্ত বা প্রাউড মোমেন্ট বলেছেন রুচি ইন্সটাগ্রামে।
ছবি: রুচি গুজ্জারের ইন্সটাগ্রাম