সর্বশেষ
পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রীর ও সন্তানদের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:গাইবান্ধা-০৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাও. শাহ আলম ফয়েজী
জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি
সুয়ারেজ লাইন যেন মশার আঁতুড়ঘর
শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন
ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?
৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে
চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সিএনএনের বিরুদ্ধে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ’র মন্তব্যের নিন্দা জানাল ইরান
নির্বাচন নিয়ে ফের সন্দেহ-অনিশ্চয়তার কথা কেন আসছে?
পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে

ক্রিকেটে ফেরা নিয়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে নিজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানান তিনি।

দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ স্বীকার করেন সাকিব। এই বিষয়ে  সাকিব বলেন, ‘খেলার মধ্যে না থাকলে শরীর কেমন প্রতিক্রিয়া দেয় সেটা দেখতে হয়। অনেকদিন পর মাঠে নামলে একটু ভিন্ন লাগে, তবে আমার জন্য অভিজ্ঞতাটা ভালোই হয়েছে। সামনে লাহোর কালান্দার্সের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে বলে আশা করছি।’

প্লে-অফ নিশ্চিত করতে করাচির বিপক্ষে জয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ‘প্লে-অফে যেতে হলে আমাদের জয় খুবই গুরুত্বপূর্ণ। করাচি কিংস অনেক ভালো দল, আমাদের সেরা খেলাটাই খেলতে হবে,’ বলেন সাকিব।

পিএসএলে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাকিব বলেন, ‘গত ১০ বছরে পিএসএলের অনেক উন্নতি দেখেছি। আমি কয়েকবার এই লিগে খেলেছি এবং প্রতিবারই ভালো অভিজ্ঞতা হয়েছে। এটা প্রতিনিয়ত বড় হচ্ছে, এবং এটা ইতিবাচক দিক।’

লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি, ‘দলের পরিবেশ খুব চমৎকার। শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো ফাস্ট বোলারদের সঙ্গে এবার একই দলে খেলছি, যাদের আগে প্রতিপক্ষ হিসেবে দেখেছি। এখন একসঙ্গে খেলার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন সাকিব, ‘আমি এখন বিভিন্ন লিগ খেলতে চাই, পিএসএলও তার মধ্যে রয়েছে। সামনের চার-পাঁচ মাসে কী হবে জানি না, তবে এখন আমার কিছু চুক্তি আছে। যেগুলো থাকছে, সেগুলো আমি খেলব।’

এছাড়া আসন্ন পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী সাকিব, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভালো একটা সিরিজ হবে আশা করি। দুই দলেরই অনেক তরুণ ও উদ্যমী খেলোয়াড় রয়েছে। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে।

ক্রিকেট | সাকিব

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ