সর্বশেষ
গাজায় ত্রাণের ট্রাক পাহারায় থাকা ৬ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত
জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র বাংলাদেশ ইমার্জিং দলের
জটিলতা সৃষ্টি করে সরকারের মান-অভিমান গ্রহণযোগ্য কাজ না: আনু মুহাম্মদ
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
দিল্লিতে এক সপ্তাহে ১২১ বাংলাদেশি গ্রেফতার
পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত করে নির্বাচন দিতে হবে: হামিদুর রহমান আযাদ
‘মা, আমি চোর নই। চিপস চুরি করিনি’, অপমানের পর ১২ বছরের শিশুর সুইসাইড নোট
এবার ‘ইইউ’কে ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি দাবি করেনি: সালাহউদ্দিন
গুরুতর অসুস্থ নায়িকা নুসরাত ফারিয়া
মাহিরা খান কি আবারও বলিউডে অভিনয় করবেন?
একটি পরিবারের জন্য একটি সেতু!
তরুণদের প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডা. জোবাইদার
পদত‍্যাগ নয়, আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক-সেদিকের সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন’

অনলাইন ডেস্ক

ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, তার জন্য আত্মঘাতী।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা দল নয়, তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠির চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।

আজ শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ফরহাদ মজহার।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয়, রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. ইউনূসকে নির্বাচিত করেছে। তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে, কাছা খোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক কর্পোরেট দখলদারি কায়েমের বিপরীতে গণবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে, সর্বোপরি দিল্লি ও মায়ানমারসহ শত্রুদেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতাসম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে; কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকেই অর্জন করতে হবে।

ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের সৈনিকেরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গাঙ্গী জড়িত। জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ। কারণ তারাও জনগণের অংশ–আমরা কেউই মঙ্গলগ্রহ থেকে আসিনি।

এই সকল লক্ষ্য অর্জনের জন্য জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের ভুল বোঝাবুঝির অবসান হোক। নির্বাচন অবশ্যই যতো দ্রুত সম্ভব হতে হবে, কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রে সেনাপ্রধান তার এখতিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা লুটেরা ও মাফিয়া শ্রেণিকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি। গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না। দেশকে বিভিন্ন শক্তির ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দায় তখন সেনাপ্রধানের ওপর বর্তাবে।

সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ ও জাতিকে রক্ষা করবেন, জনগণ সেই আশাই করে বলেও জানান তিনি।

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

 

পদত্যাগ      ড. ইউনূস      ফরহাদ মজহার

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ