সর্বশেষ
গরমে যেমন হবে চোখের সাজ 
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
কালোধারা বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
আসিয়ানকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার আহ্বান মালয়েশিয়ার
গঠনতন্ত্র বদলে যাওয়ায় সাফে সালাউদ্দিনের রাস্তা পরিষ্কার
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: অনুমতি ছাড়া ডাউনলোড হবে না ছবি-ফাইল
মহার্ঘ, রেশন ও সচিবালয় ভাতা নিয়ে নতুন যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বিকেলে যমুনায় সর্বদলীয় বৈঠক
কেমন ছিল নবীজির কুরবানি
অতিরিক্ত ঘুম মস্তিষ্কের ক্ষতি করে? যা বলছে গবেষণা
অন্য কেউ আপনার জিমেইল ব্যবহার করছে? এখনই ব্যবস্থা না নিলে হ্যাকিংয়ের ঝুঁকি!
রক্তচাপ কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি
স্টাইল আর আবেদনে জুড়ি মেলা ভার এই গ্ল্যামার-কন্যার
টুনটুনি আর রাজার কথা

যারা অভ্যুত্থানের একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন: রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এর জন্য যারা নিজের জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শহিদ বীর আরমান মোল্লা। যে লোকটি জীবন দান করেছেন, দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সে পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক।

তিনি বলেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এ বিষয়গুলো আরও খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন। যারা একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন?

শুক্রবার নরসিংদী জেলার মাধবদীর চৌয়া এলাকায় শহিদ আরমান মোল্লার বাড়িতে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা ও উপহার তুলে দেন শহিদ আরমান মোল্লার স্ত্রী ও এতিম সন্তানদের হাতে। আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থও তুলে দেওয়া হয়।

যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এ বিষয়গুলো আরও খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন। যারা একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রিজভী বলেন, আমরা আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এ ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এ পরিবারের দায়িত্ব নেন এবং ‘আমরা বিএনপি পরিবার’ আমাদেরকে তিনি তার বাড়িতে পাঠিয়েছেন।

শহিদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন— আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, আমরা বিএনপি পরিবারের  উপদেষ্টা আবুল কাশেম, সদস্য মাসুদ রানা লিটন, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদসহ বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতারা।

গত বছরের ২১ জুলাই নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান।

বর্তমানে আরমান মোল্লার স্ত্রী সালমা বেগম তিনটি নাবালক সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন। তিনি বড় মেয়ে মাহি (১০) ও ছেলে রাফিকে (৭) দিয়েছেন একটি এতিমখানায় আর ছোট মেয়ে আফরামনিকে (৩) নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

 

 

বিএনপি    রুহুল কবির রিজভী

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ