সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কত দ্রুত গণতান্ত্রের পথে এগিয়ে যাবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৪ মে) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার দর্শন ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, আগামীতে ক্ষমতায় গেলে পুঁজিবাজারের দায় নেবে বিএনপি। সেইসঙ্গে বর্তমান পুঁজিবাজারে সুশাসন ফেরাতে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠন করা হবে বলে জানান তিনি। দেশে বিনিয়োগ ৫০০ বিলিয়ন ডলার বাড়ানো হবেও জানান তিনি।
নির্বাচন ড. মুহাম্মদ ইউনূস আমীর খসরু মাহমুদ চৌধুরী