সর্বশেষ
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
পরিবেশ বান্ধব স্কুটার ইয়াদিয়া এখন বাংলাদেশে
গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
সাবিনার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন বাটলার?
‘অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু’
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর নিয়ে অধ্যাদেশ সংশোধন করা হবে: অর্থ মন্ত্রণালয়
সাকিব-রিশাদদের ফাইনাল আজ, কখন ও কীভাবে দেখা যাবে
জিলহজ মাসের চাঁদ দেখার দিন নির্ধারণ, কবে ঈদ?
সমন্বিত ৮ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে প্রিলির ফল ও লিখিত পরীক্ষা সূচি প্রকাশ
নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ
খুলনায় ব্যাংকের ৬৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় বাড়ল ৫ টাকা

ঐশ্বরিয়ার গান যাতে ছবিতে না রাখা হয়, সেই চেষ্টা করেছিলেন অমিতাভ

অনলাইন ডেস্ক

ঘটনা ২০০৫ সালের। সিনেমা ‘বান্টি অউর বাবলি’ বক্স অফিসে সাড়া ফেলেছিল। এ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন ও রানী মুখার্জির রসায়ন সেই সময়ে অন্যতম চর্চার বিষয় ছিল। পর্দার বাইরেও তাদের রসায়ন ঘিরে নানা জল্পনা পাখা মেলেছিল। আবার সেই সিনেমাতেই অতিথি শিল্পী ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই।

‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান ‘কাজরা রে’ বাবা ও ছেলের সঙ্গে ঐশ্বরিয়ার নাচ আজও চর্চায় উঠে আসে। চলচ্চিত্রপ্রেমীদের মতে, ওই গানটিই ঐশ্বরিয়া ও অভিষেকের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সিনেমাতে এ গানটি নিয়ে খুব একটা খুশি ছিলেন না বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। অভিনেত্রী ঐশ্বরিয়ার এই গান যাতে সিনেমাতে না রাখা হয়, সেই চেষ্টাও করেছিলেন বিগবি।

সে কথাই দীর্ঘদিন পর সিনেমার পরিচালক শাদ আলি জানিয়েছেন। এই গান শুনে পছন্দ হয়নি সিনেমার প্রযোজক যশ রাজেরও। তারা মনে করেছিলেন— সিনেমাতে এই গানটিই সবচেয়ে কম জনপ্রিয় হবে। শাদ আলি বলেন, অমিতজি বলেছিলেন— এই গানটির শুটিং করারই দরকার নেই। কিন্তু অতিকষ্টে প্রযোজনা সংস্থা ও অমিতাভকে রাজি করিয়েছিলেন তিনি। তার বিশ্বাস ছিল— এই গানটি বিপুল জনপ্রিয় হবে।

যেমন ভাবা, তেমন কাজ। গানটি আলিশা চিনয়কে দিয়ে গাইয়েছিলেন শাদ। গানের প্রদর্শনে যাতে কোনো ঘাটতি না থাকে, সেই বিষয়েও সতর্ক ছিলেন পরিচালক। তাই লাস্যময়ী ঐশ্বরিয়ার দুই পাশে অমিতাভ ও অভিষেককেই রেখেছিলেন তিনি।

তখনো অভিষেক ও ঐশ্বরিয়ার প্রেম শুরু হয়নি। তাই অমিতাভ তখনো হবু শ্বশুর নন। স্রেফ সহকর্মী হিসেবেই তখন তারা কাজ করেছিলেন। পরে যে সম্পর্ক সম্পূর্ণ অন্যদিকে মোড় নেবে, তা তারাও কল্পনা করেননি বলে জানান শাদ আলি।

 

ঐশ্বরিয়া      অভিষেক     অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ