সর্বশেষ
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
পরিবেশ বান্ধব স্কুটার ইয়াদিয়া এখন বাংলাদেশে
গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
সাবিনার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন বাটলার?
‘অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু’
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর নিয়ে অধ্যাদেশ সংশোধন করা হবে: অর্থ মন্ত্রণালয়
সাকিব-রিশাদদের ফাইনাল আজ, কখন ও কীভাবে দেখা যাবে
জিলহজ মাসের চাঁদ দেখার দিন নির্ধারণ, কবে ঈদ?
সমন্বিত ৮ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে প্রিলির ফল ও লিখিত পরীক্ষা সূচি প্রকাশ
নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ
খুলনায় ব্যাংকের ৬৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় বাড়ল ৫ টাকা

বৃষ্টির মধ্যেই চলছে সড়কে পিচ ঢালাই

অনলাইন ডেস্ক

এক দিকে আকাশ থেকে অনবরত ঝরছে বৃষ্টি, আর অন্যদিকে বৃষ্টিভেজা সড়কেই চলছে কার্পেটিং। বৃষ্টিতে সড়কে দেয়া প্রাইমকোর্ট ধুয়ে গেলেও, যেন সেদিকে কোনো দৃষ্টি নেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বে থাকা এলজিইডির লোকদের। গত দুইদিন সকালে শরীয়তপুরের একটি গ্রামীণ সড়কে এমন অবস্থার মধ্যেই হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি নিয়ম মেনেই কাজ করেছেন তারা। আর বিষয়টি অবগত হয়ে প্রাকৃতিক দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে এলজিইডির নির্বাহী প্রকৌশলী।

এলজিইডি সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামূখী দাড়িয়া বাড়ি থেকে পশ্চিম সোনামূখী পর্যন্ত এক হাজার ৮০০ মিটার সড়কটি সংস্কার করার জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। রাজিব হোসেন নামের স্থানীয় এক ঠিকাদার কাজটি করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সড়কটিতে শুরু থেকেই অনিয়ম করে আসছেন ঠিকাদারের লোকজন। সড়কটির দুপাশে (এজিং) বেশ কিছু স্থানে এবং খোয়ায় নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। কয়েকদিন আগে ঢালাইয়ের জন্য সড়কে প্রাইমকোর্ট দেয়া হয়। তবে সেটি বৃষ্টিতে ধুয়ে গেলেও নতুন করে আর প্রাইমকোর্ট দেয়া হয়নি। তাছাড়া গত দুইদিন (শনিবার ও রোববার) ধরে সকালে বৃষ্টির মধ্যেই সড়কে পিচ ঢালাইয়ের (কার্পেটিং) কাজ হয়েছে। সড়কে নির্মাণে এমন অনিয়ম হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৮টা বেজে ৫৯ মিনিট ও রোববার ৭ টা বেজে ২০ মিনিটে গিয়ে দেখা যায়, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় বৃষ্টি শুরু হয়েছে। আধা ঘণ্টার উপরে শুরু হওয়া বৃষ্টির মাঝেই চলছে কার্পেটিং। শ্রমিকরা বৃষ্টিতে ভিজে ভিজে ঢালাই কাজ চালু রেখেছেন। সড়কের পাশে বৃষ্টির পানি জমে থাকায় সেগুলো বেলচার সাহায্যে সরিয়ে নেয়া হচ্ছে। এরপর সেই স্থানেই পিচ ঢালাই দিচ্ছেন তারা। তাছাড়া সড়কে দেয়া প্রাইমকোর্ট বৃষ্টিতে ধুয়ে গিয়েছে।

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাড়িয়া বলেন, গত দুইদিন সকালে বৃষ্টির মাঝেই শ্রমিকরা ভিজে ভিজে সড়কে পিচ ঢালাইয়ের কাজ করেছেন। তাছাড়া বৃষ্টিতে প্রাইমকোর্ট ধুয়ে গেলেও সেই অবস্থায় কাজ করা হচ্ছে। অনেক জায়গায় রাস্তায় জল জমে আছে। এভাবে যদি অনিয়ম করে সড়কে কাজ করা হয় তাহলে এই সড়ক বেশিদিন টিকবে না। আমরা চাই বৃষ্টির মধ্যে কাজ বন্ধ রেখে নতুন করে প্রাইমকোর্ট দিয়ে আবার খরার মধ্যে কাজ করা হোক।

আরেক স্থানীয় বাসিন্দা বাবুল কুলু বলেন, রাস্তায় দু’পাশে আর খোয়ার কিছু কিছু জায়গায় পঁচা ইট ব্যবহার করেছে ঠিকাদার। তখন আমাদের অনেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। তবে তারা আমাদের কথা শুনেনি। এবার তারা গত দুইদিন সকালে বৃষ্টির মধ্যে পিচ ঢালাই করেছে। অনেক জায়গায় তো জল জমাও ছিলো। এভাবে নয়-ছয়ভাবে কাজ করলে আমাদের এই সড়কটি মজবুত হবেনা।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা সদর উপজেলা এলজিইডি কার্যালয়ের কার্যসহকারী শরীয়তউল্লাহর কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। একপর্যায়ে তিনি ছাতার সাহায্যে মুখ লুকিয়ে সামনে চলে যান। যদিও পরবর্তীতে তিনি কাজ বন্ধ করার নির্দেশ দেন শ্রমিকদের।

এ ব্যাপারে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে ঠিকাদার রাজিব হোসেন বলেন, বৃষ্টির মধ্যে কোন কাজ হয়নি। আর যেটুকু সময় কাজ হয়েছে তা নিয়ম মেনেই হয়েছে।

এ বিষয়ে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যে কাজ করলে সেটি টেকসই হবে না। আমরা খবর পেয়ে ঠিকাদারকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। রোদ না উঠা পর্যন্ত কাজ চালু করা যাবে না। আর পূর্বের কাজ সংশোধন শেষে নতুন কাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছি।

 

সড়ক      এলজিইডি      পিচ      শরীয়তপুর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ