সর্বশেষ
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
পরিবেশ বান্ধব স্কুটার ইয়াদিয়া এখন বাংলাদেশে
গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
সাবিনার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন বাটলার?
‘অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু’
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর নিয়ে অধ্যাদেশ সংশোধন করা হবে: অর্থ মন্ত্রণালয়
সাকিব-রিশাদদের ফাইনাল আজ, কখন ও কীভাবে দেখা যাবে
জিলহজ মাসের চাঁদ দেখার দিন নির্ধারণ, কবে ঈদ?
সমন্বিত ৮ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে প্রিলির ফল ও লিখিত পরীক্ষা সূচি প্রকাশ
নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ
খুলনায় ব্যাংকের ৬৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় বাড়ল ৫ টাকা

‘ইশরাক মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব’

অনলাইন ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের শপথ পড়িয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থক ও সংস্থাটির কর্মচারী ইউনিয়ন। তাদের এ আন্দোলনের ফলে গত ১০ দিন ধরে সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

রোববার সকাল ১০টার পর থেকে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকেন কর্মচারীরা। এ সময় ইশরাককে মেয়রদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে। আন্দোরনকারীদের ভাষ্য, ‘মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না।’

কর্মসূচিতে অংশ নেওয়া মুনীর হোসেন নামে একজন বলেন, আমরা চাই ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান করে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসলেই আমরা বাড়ি ফিরব। এর আগে আন্দোলন চলবে।

শ্রমিক-কর্মচারীদের কর্মসূচির কারণে নগরবাসী সেবাবঞ্চিত হচ্ছেন কিনা, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আন্দোলনকারীদের মধ্যে আবদুল কাইয়ুম নামের একজন বলেন, আমাদের আন্দোলনের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে না। যারা নিয়ম অনুযায়ী তাদের দায়িত্ব পালন করছে না, ইশরাক হোসেনকে শপথ পড়াচ্ছে না। তাদের কারণেই আন্দোলন, তারাই এর জন্য দায়ী।

ডিএসসিসির কর্মচারী আফরোজা হক বলেন, আদালত থেকে যে রায় এসেছে সেই রায়ের বাস্তবায়ন করতে হবে। আমরা তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে চাচ্ছি, এটা শুধু আমাদের চাওয়া না। এটা ঢাকাবাসীর সবার চাওয়া। সরকার শপথ পড়ালেই আমরা কাজে ফিরব।

রোববারও নগর ভবনের নিচতলার মূল প্রবেশপথসহ অন্য প্রবেশপথগুলোয় তালা দেওয়া অবস্থায় দেখা গেছে। নগর ভবনের মূল ফটকেও ঝুলছে তালা। পাশের পকেট গেট নিয়ে মানুষজন ভেতরে যেতে পারছেন। তবে ফিরে যাচ্ছেন সেবা প্রার্থীরা।

নগর ভবনে ডিএসসিসির অঞ্চল-১ এবং অঞ্চল-৪ এর কার্যালয়। কর্মসূচির কারণে অন্য কার্যালয়গুলোর মতো ওই দুইটি কার্যালয়েও সেবা বন্ধ।

ঢাকার ওয়ারী থেকে আসা সালাহউদ্দিন নামে একজন বলেন, মেয়ের জন্ম নিবন্ধনের একটু সংশোধন করা দরকার ছিল। গত কয়েকদিন ধরে ঘুরছি। অফিসই খুলছে না। কাজটাও করতে পারছি না।

নগর ভবনের মধ্যে অবস্থিত স্থানীয় সরকার বিভাগ অফিস ১৫ মে থেকে বন্ধ রয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তখন থেকে অফিসে আসতে পারছেন না বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট মামলা খারিজ করে দেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কী উদ্যোগ নেয় তা পর্যবেক্ষণের জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে সেদিন আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন ইশরাক। সে সময় শেষ হওয়ার পর ইশরাকের সমর্থকরা শনিবার আবার নগর ভবনে অবস্থান নেন।

এর আগে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। রায় পাওয়ার পর গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ। কিন্তু আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

বিএনপি      ইশরাক হোসেন      নগর ভবন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ