অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতারা প্রথম দফায় গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। রোববার (২৫ মে) বৈঠকটি প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দশটি রাজনৈতিক দলের নেতারা যমুনায় একটি গ্রুপ ছবি তোলেন।
তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।
বৈঠকে নেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, এবি পার্টির সদস্যসচিব মুজিবর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ভাসানী অনুসারী পরিষদের নেতা খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনএফ নেতা টিপু বিশ্বাস এবং গণ অধিকার পরিষদের নেতারা হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও শেখ রফিকুল ইসলাম বাবলু।
অন্তর্বর্তী সরকার মুহাম্মদ ইউনূস এলডিপির