টালিপাড়ার পরিচিত মুখ এখন মিষ্টি মেয়ে পারিজাত চৌধুরী। ‘মিত্তির বাড়ি’ নামের একটি ধারাবাহিকে কাজ করছেন মুখ্য চরিত্রে। পাচ্ছেন জনপ্রিয়তাও।
তবে টালিউড ইন্ডাস্ট্রিতে পারিজাত একেবারে নতুন নন। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। সিনেমাও করেছেন। শুধু তা–ই নয়, অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন এই সুন্দরী বঙ্গ তনয়া। ইনস্টাগ্রাম থেকে পাওয়া ছবিগুলোতে তাঁর নানা লুক দেখে আসি আজ চলুন।
কালো মিনি ড্রেসে নজর কাড়ছেন পারিজাত। পোশাকের ডিপ ভি নেকলাইন আর ড্রামাটিক স্লিভ লুকে এনেছে স্টাইলিশ আমেজ
সুইটহার্ট নেকের ব্লাউজের সঙ্গে কলমকারি শাড়ি পরেছেন তিনি। মিনিমাল মেকআপ আর আকর্ষণীয় সোনার গয়না পরেছেন সঙ্গে
সবুজ স্ট্রেপলেস গাউনের সঙ্গে সফট কার্ল হেয়ারস্টাইল করেছেন এই স্টাইলিশ ডিভা। মিনিমাল মেকআপেই তিনি সুন্দর
চিকনকারি সাদা টপ আর জিন্সের লুকে
হল্টারনেক, ব্যাকলেস ড্রেসে আবেদন ছড়াচ্ছেন বঙ্গ তনয়া
এই লুকে সুইটকার্ট নেকের খুব সুন্দর একটা কালো টপ আর জিন্স পরেছেন অভিনেত্রী
একদম ভিন্ন আমেজের সাজপোশাকে ফ্রেমে এসেছেন তিনি। অফ দ্য শোল্ডার গোলাপি ব্লাউজের সঙ্গে পরেছেন শাড়ি। মানানসই পাথরের গয়নায় সেজেছেন। নজর কাড়ছে সাবেকি আমেজের হেয়ারস্টাইল
কালো কাটআউট গাউনের সঙ্গে পায়ে শোভা পাচ্ছে ন্যুড রঙের হিল। একদম সিম্পল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী
’৭০-’৮০ দশকের সাবেকি লুক ফুটে উঠেছে তাঁর এই লাল-সাদা শাড়ির সাজে। সঙ্গে পরেছেন মুক্তার গয়না। ছোট চুলের লুকেও মুক্তার ক্লিপ। আর মেকআপে প্রাধান্য পেয়েছে টানা করে দেওয়া আইলাইনার আর লাল লিপস্টিক
সাদা শার্ট-ডেনিম প্যান্টের জুটিতে বেশ ক্যাজুয়াল মুডে ধরা দিয়েছেন পারিজাত
বাঙালি মেয়েরা শাড়িতে যেন একটু বেশিই সুন্দর। স্লিভলেস ব্লাউজের সঙ্গে এই শাড়ির লুকে তাঁকে বেশ সুন্দর লাগছে। সঙ্গে পরেছেন চোকার আর দুল
রুপালি-লাল পাড়ের শাড়িটা খুব সুন্দর প্লিট করে পরেছেন পারিজাত। জুটি হয়েছে স্কয়ার নেকের স্লিভলেস লাল ব্লাউজ। লুকে আকর্ষণ কাড়ছে কানে পরা বড় আকারের সোনার ঝুমকা
ছবি: ইন্সটাগ্রাম
টালিউড পারিজাত চৌধুরী