সর্বশেষ
কানে উপস্থিতি নিয়ে ট্রল, পাল্টা জবাব দিলেন উর্বশী
ঈশ্বরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩
সুব্রত বাইন ৮ দিনের রিমান্ডে
সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মজনু
সারাহ কুকের সঙ্গে নাহিদ-জারার সাক্ষাৎ
জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির
আদালতে অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা
বিপদসীমা অতিক্রম করতে পারে ৬ নদীর পানি
চাকরিজীবীদের বিক্ষোভ-আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার?
আম রপ্তানি উদ্বোধন, রেকর্ড গড়ার প্রত্যয়
চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের কর্মবিরতিতে হামলার অভিযোগ
আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের মনমতো হয়নি: বাঁধন
হজমের সমস্যা কমাতে উপকারী যেসব পানীয়
এ সিরিজ দিয়ে বিশ্বকাপে চোখ পাকিস্তানের
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

যে কারণে যন্ত্রণায় কাতর হয়ে আছেন মিমি

অনলাইন ডেস্ক

টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী। তার অভিনয় বরাবরই প্রশংসিত দর্শকমহলে। কাজের ব্যস্ততা, শরীরচর্চা, পোষা প্রাণীদের সময় দেওয়ার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন অভিনেত্রী।

নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মিমি। সেরকমই শনিবার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তার একাধিক ছবি রয়েছে। যার মধ্যে একটি ছবি দেখে বোঝা যাচ্ছে, মাইগ্রেনের সমস্যায় ভোগেন তিনি।

মিমির শেয়ার করা ছবিতে একদিকে যেমন দেখা যাচ্ছে, তার জিমের ছবি। অন্যদিকে মেদহীন স্বাস্থ্যও ধরা দিয়েছে ক্যামেরাতে। এর মধ্যে একটি ছবি ছিল, যেখানে নায়িকার চোখের ওপর আইস প্যাক লাগানো। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, মাইগ্রেনের যন্ত্রণা যখন হতে শুরু করে।

প্রসঙ্গত, মিমি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বহু বছর ধরেই। গত বছরও অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান, এই মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব।

এটি সাধারণত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়, আবার পরবর্তীকালেও হয়। অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হন মানুষ। এর ফলে আক্রান্তের সাধারণ মাথাব্যথা হয়। সহ্য হয় না আলো, প্রবল আওয়াজ। মিমির মাইগ্রেনে সমস্যা রয়েছে।

শ্যুটিং থেকে শুরু করে একাধিক ফটোশ্যুট, অ্যাড শ্যুট, ছবির প্রচারসহ প্রতিদিনই প্রচুর কাজের মধ্যে দিয়ে যেতে হয় মিমিকে। তবে খাওয়া-দাওয়া খুব একটা দেরিতে না হলেও সঠিক সময়েই করেন তিনি। সঙ্গে রয়েছে কড়া শরীরচর্চা। খুবই শৃঙ্খলাপরায়ণ জীবন যাপন করে থাকেন মিমি।

খুব একটা টলিপাড়ার পার্টিতে দেখা মেলে না তার। কাজের ফাঁকে মিমি পোষা প্রাণীর সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন। কিছুদিন আগেই রক্তবীজ ২-এর শ্যুটিং শেষ করেছেন। এবার পালা এই ছবি মুক্তির। পাশাপাশি ডাইনি সিরিজেও মিমির অভিনয় খুবই প্রশংসা পেয়েছে।

 

অভিনেত্রী      মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ