সর্বশেষ
কানে উপস্থিতি নিয়ে ট্রল, পাল্টা জবাব দিলেন উর্বশী
ঈশ্বরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩
সুব্রত বাইন ৮ দিনের রিমান্ডে
সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মজনু
সারাহ কুকের সঙ্গে নাহিদ-জারার সাক্ষাৎ
জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির
আদালতে অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা
বিপদসীমা অতিক্রম করতে পারে ৬ নদীর পানি
চাকরিজীবীদের বিক্ষোভ-আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার?
আম রপ্তানি উদ্বোধন, রেকর্ড গড়ার প্রত্যয়
চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের কর্মবিরতিতে হামলার অভিযোগ
আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমাদের মনমতো হয়নি: বাঁধন
হজমের সমস্যা কমাতে উপকারী যেসব পানীয়
এ সিরিজ দিয়ে বিশ্বকাপে চোখ পাকিস্তানের
বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সচিবালয়ের ঘটনা লাইভ করে নিজেরাই ছড়াচ্ছেন কর্মচারীরা

অনলাইন ডেস্ক

সচিবালয়ে আন্দোলনের ঘটনার সংবাদ প্রকাশে গণমাধ্যম কর্মীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে মোবাইল ফোন দিয়ে নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিক্ষোভ সমাবেশ সরাসরি প্রচার করছেন আন্দোলনরত কর্মচারীরা।

কর্মচারীদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে সরকার। এ কারণে সকাল থেকে গণমাধ্যম কর্মীদেরও সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। যেসব গণমাধ্যমকর্মী সচিবালয়ের খবর নিয়মিত সংগ্রহ করেন তারা সচিবালয়ের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়েছেন।

সরকারি চাকরি আইন সংশোধনের মাধ্যমে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা।

এমন পরিস্থিতিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন রয়েছে। এছাড়া সচিবালয়ের সামনে বিজিবি মোতায়েন দেখা গেছে। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না।

এদিন সমাবেশ কাভার করতে টেলিভিশনের কোনো ক্যামেরা না দেখে সমাবেশ থেকে একজন কর্মচারী নেতা বলেন, আজ সচিবালয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। আপনারা সবাই ফেসবুকে আমাদের কর্মসূচি লাইভ করুন। এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

এরপর সমাবেশে অংশ নেওয়া কর্মচারীরা নিজেদের মোবাইল ফোন বের করে বিক্ষোভ সমাবেশ ফেসবুকে সরাসরি সম্প্রচার করতে শুরু করেন।

নিজেদের কর্মসূচি ফেসবুকে লাইভ করার সময় অনেককে ধারা বর্ণনা দিতে দেখা যায়।

একজন কর্মচারী তার ফেসবুক লাইভে বলছেন, আজ সচিবালয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, তাই আমরা নিজেরাই আপনাদের কাছে আমাদের আন্দোলন কর্মসূচির খবর পৌঁছে দিচ্ছি। যত পারেন লাইভ শেয়ার করুন। আমরা এই কালো আইন মানি না। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ সমাবেশ চলবে।

আরেকজন কর্মচারীকে লাইভে বলতে শোনা যায়, সাংবাদিকদের সচিবালয়ে ঢুকতে দেয়নি সরকার। তাই আমরাই আজকে সাংবাদিকদের ভূমিকায় অবতীর্ণ হয়েছি।

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রধান ফটকে সোয়াত সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সচিবালয়ের ভেতরে রাখা হয়েছে বিজিবি সদস্যদের। এ ছাড়া নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মডফোর্স ব্যাটালিয়ন, পুলিশ, আনসার সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা গেছে। সচিবালয়ের বাইরে রাখা হয়েছে দুটি এপিসি।

সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত রোববার রাতে সরকারি কর্মচারী আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের শুধু নোটিশ দিয়েই চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এর প্রতিবাদে গত শনিবার থেকে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন।

 

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ