‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেতা অভিষেক বচ্চন! এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একাংশ। যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত সেখানে।
এমনিতেই গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বাই। লাল সর্তকতা জারি করা হয়েছে শহরে। সারা দিন ধরে বৃষ্টি। কিন্তু কাজ থামালে তো চলবে না। সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কালো স্যুট পরে উপস্থিত হয়েছিলেন অমিতাভ-পুত্র। প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে নামছেন তিনি। ঠিক সেই সময় মাথার উপর ভেঙে পড়ে ছাদের একাংশ।
এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়ে যান জুনিয়র বচ্চন। তৎক্ষণাৎ সেখান থেকে সরে যান। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা টিমের সকল সদস্যদেরও তড়িঘড়ি সেখান থেকে সরে যেতে বলেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটপাড়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিষেককে ঘিরে রয়েছেন টিমের সদস্যরা। ভেঙে পড়া ছাদের অংশ দেখিয়ে তিনি সকলের সঙ্গে কথা বলছেন। যদিও অভিষেক বচ্চনের সতর্কবাণীতে কারও আঘাত লাগেনি। অভিনেতা নিজেও সুস্থ রয়েছেন। সাংবাদিকদেরও সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করেন অভিষেক।
তবে এতবড় একটা অনুষ্ঠানে কীভাবে ছাদের অংশ ভেঙে পড়ল? সেই প্রশ্ন উঠছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠে আসছে। তবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটলেও সকলে কিন্তু ‘হাউসফুল ৫’ সিনেমার প্রচারে দারুণ সময় পার করছেন।
মঙ্গলবার প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার। ঝলকের শুরুটা হয় নানা পাটেকরের কণ্ঠ দিয়ে। রঞ্জিত ডোবরিয়াল নামে এক বিলিয়নিয়ার তার একশোতম জন্মদিনে সকলকে এক প্রোমোদতরীতে আমন্ত্রণ জানান ‘উইল’ পড়ে শোনানোর জন্য। যোগ্য উত্তরাধিকারের হাতে তুলে দেবেন তার এই বিপুল সম্পত্তি।
কিন্তু গোল বাঁধে ছেলের নাম ‘জলি’ নিয়ে। কারণ সেই পার্টিতে আরও দুজনের নাম জলি। রঞ্জিত ডোবরিয়ালের আসল উত্তরাধিকার কে? সম্পত্তি পাওয়ার জন্য এবার শুরু হয় নানা ফন্দি-ফিকির!
রোম্যান্স, কমেডিতে ভরপুর ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার ইতোমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ অভিনীত বহু প্রতীক্ষিত বিগ বাজেট এই সিনেমা।
সিনেমা হাউসফুল অভিনেতা অভিষেক বচ্চন